Advertisement
০২ নভেম্বর ২০২৪
Today’s Sports Events

রাত পোহালেই মাঠে রোহিত-বিরাটেরা, ভারতীয় দলের খবর, রয়েছে ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট, ফুটবল

কাল থেকে আবার খেলবেন রোহিত-বিরাটেরা। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ় শুরু হচ্ছে বুধবার থেকে। আজ শুরু হচ্ছে পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। টি২০ বিশ্বকাপে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। রয়েছে নেশনস লিগ ফুটবলের আট ম্যাচ।

—ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৪ ০৭:১২
Share: Save:

কাল থেকে আবার সাদা পোশাকের ক্রিকেটে নামছে ভারতীয় দল। খেলবেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ় শুরু হচ্ছে বুধবার থেকে। বেঙ্গালুরুতে প্রথম টেস্টে নামার আগে ভারতীয় দলের সব খবর।

হার, বিতর্ককে সঙ্গী করে আজ আবার মাঠে নামছে পাকিস্তান ক্রিকেট দল। শুরু হচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের দ্বিতীয় টেস্ট। টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ ইংল্যান্ড খেলবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। এই ম্যাচের উপরেই নির্ভর করছে গ্রুপ বি থেকে শেষে চারে যাবে কোন দু’টি দল। রয়েছে নেশনস লিগ ফুটবলের আটটি ম্যাচ।

রাত রোহালেই মাঠে কোহলি, রোহিতেরা, ভারতের সব খবর

কাল বুধবার থেকে আবার মাঠে নামতে দেখা যাবে রোহিত শর্মা, বিরাট কোহলিদের। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ় শুরু হচ্ছে। বেঙ্গালুরুতে প্রথম টেস্টে নামার আগে ভারতীয় দলের সব খবর।

হার, বিতর্ককে সঙ্গে নিয়ে আবার মাঠে নামছে পাকিস্তান, শুরু হচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট

গ্রাফিক: সনৎ সিংহ।

একের পর এক হার, বিতর্ক। এই অবস্থায় আজ আবার মাঠে নামছে পাকিস্তান ক্রিকেট দল। ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের দ্বিতীয় টেস্ট শুরু সকাল ১০:৩০ থেকে। প্রথম টেস্টে ৫০০-র উপর রান করেও ইনিংসে হারতে হয়েছে পাকিস্তানকে। এই টেস্টে হারলেই তিন ম্যাচের সিরিজ় হারবে তারা। খেলা দেখা যাবে ফ্যানকোড অ্যাপ ও ওয়েবসাইটে।

টি২০ বিশ্বকাপে শেষ চারে কারা? ফয়সালা ইংল্যান্ড বনাম ওঃ ইন্ডিজ ম্যাচের পর

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ একটিই ম্যাচ। এই ম্যাচের উপরেই নির্ভর করছে গ্রুপ বি থেকে শেষে চারে যাবে কোন দু’টি দল। আজ ইংল্যান্ড খেলবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। এটিই গ্রুপ পর্বের শেষ ম্যাচ। খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।

উয়েফা নেশনস লিগে আটটি ম্যাচ, খেলবে রোনাল্ডোর পর্তুগাল, স্পেন

উয়েফা নেশনস লিগে আজ আটটি ম্যাচ। খেলবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল এবং ইউরো চ্যাম্পিয়ন স্পেন। পর্তুগালের সামনে স্কটল্যান্ড। স্পেন মুখোমুখি সার্বিয়ার। এ ছাড়াও রয়েছে পোল্যান্ড-ক্রোয়েশিয়া, কসভো-সাইপ্রাস, সুইৎজারল্যান্ড-ডেনমার্ক, বেলারুস-লুক্সেমবুর্গ, নর্দার্ন আয়ারল্যান্ড-বুলগেরিয়া, লিথুয়ানিয়া-রোমানিয়া ম্যাচ। সব খেলাই রাত ১২:১৫ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE