Advertisement
০৯ ডিসেম্বর ২০২২
Tokyo Olympic 2020

Tokyo Olympics: রেফারির গায়ে হাত তুলে অলিম্পিক্স থেকে বহিষ্কৃত কুস্তিগির দীপক পুনিয়ার কোচ

ব্রোঞ্জ পকের ম্যাচে সান মারিনোর মাইলস আমিনের কাছে অল্পের জন্য হেরে যান দীপক। ম্যাচ শেষ হওয়ার পর তাঁর কোচ রেফারিদের ঘরে চলে যান। ওই ম্যাচে যিনি রেফারি ছিলেন, তাঁর গায়ে হাত তোলেন।

দীপকের কোচ বহিষ্কৃত।

দীপকের কোচ বহিষ্কৃত। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২১ ১৭:০৫
Share: Save:

বৃহস্পতিবার টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকের ম্যাচে হেরে গিয়েছেন দীপক পুনিয়া। শুক্রবার সকালে তাঁর বিদেশি কোচ মুরাদ গাইদারভকে বহিষ্কার করল ইন্টারন্যাশনাল অলিম্পিক্স কমিটি (আইওসি)। মুরাদের বিরুদ্ধে অভিযোগ, তিনি এক রেফারির গায়ে হাত তুলেছেন।

Advertisement

মুরাদের অলিম্পিক্স অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল হয়েছে। তাঁকে গেমস ভিলেজ থেকে বার করে দেওয়া হয়েছে।

পুরুষদের কুস্তিতে ৮৬ কেজি বিভাগে ব্রোঞ্জ পকের ম্যাচে সান মারিনোর মাইলস আমিনের কাছে অল্পের জন্য হেরে যান দীপক। ম্যাচ শেষ হওয়ার পর মুরাদ রেফারিদের ঘরে চলে যান। ওই ম্যাচে যিনি রেফারি ছিলেন, তাঁর গায়ে হাত তোলেন।

বিশ্ব কুস্তির নিয়ামক সংস্থা ফিলা সঙ্গে সঙ্গে বিষয়টি আইওসি-কে জানায়। ভারতীয় কুস্তি সংস্থাকে শুনানিতে ডাকা হয়। তারা ক্ষমা চেয়ে নিলে তাদের সতর্ক করা হয়। ভারতের কাছে জানতে চাওয়া হয়, রাশিয়ার এই কোচের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারত জানিয়ে দেয়, ওই কোচকে বরখাস্ত করা হয়েছে।

Advertisement

কোচ হিসেবে এরকম কাণ্ড মুরাদ আগেও ঘটিয়েছিলেন। শুধু তাই নয়, ২০০৪ সালের অলিম্পিক্সে কোয়ার্টার ফাইনালে হারের পর বিপক্ষের উপর চড়াও হয়েছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.