টোকিয়ো অলিম্পক্সে জাতীয় দলের মুখ্য প্রশিক্ষক সৌম্যদীপ রায়কে উপেক্ষা ও অপমান করার জন্য মণিকা বাত্রাকে শো-কজ করল সর্ব ভারতীয় টেবল টেনিস সংস্থা। বুধবার কার্যকরী কিমিটির আলোচনায় এই তারকার বিরুদ্ধে এমনই পদক্ষেপ নিলেন কর্তারা।
কেন তিনি জাতীয় দলের প্রশিক্ষককে অপমান করেছিলেন, সেই বিষয়ে আগামী ১০ দিনের মধ্যে মণিকাকে লিখিত জবাব দিতে হবে। তাঁর জবাব সন্তোষজনক হলে এই যাত্রায় বেঁচে যেতে পারেন মণিকা। সেটা না হলে তাঁর কপালে আরও বড় শাস্তির খাঁড়া ঝুলছে। এমনকি মণিকার ঘটনা থেকে শিক্ষা নিয়ে এ বার থেকে ব্যক্তিগত প্রশিক্ষক রাখার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করল সর্ব ভারতীয় টেবল টেনিস সংস্থা।
বুধবার বিকেলে জুম কলের মাধ্যমে কার্যকরী কমিটির বৈঠক আয়োজন করেছিলেন কর্তারা। সেই আলোচনার শেষে আনন্দবাজার অনলাইনকে সচিব অরুণ বন্দ্যোপাধ্যায় বলেন, “মণিকা বাত্রার জন্য টেবল টেনিসে দেশের নাম উজ্জ্বল হলেও ও কিন্তু নিয়মের উর্ধে নয়। তাই ওকে আপাতত শো-কজ করা হল। টোকিয়ো অলিম্পিক্সে গিয়ে ও কেন সৌম্যদীপ রায়কে অপমান এবং উপেক্ষা করল, সেই জবাব আগামী দশ দিনের মধ্যে লিখিত ভাবে জানাতে হবে। সেই জবাব কার্যকরী কিমিটির কাছে সন্তোষজনক হলে ভাল, সেটা না হলে ওর ভবিষ্যৎ নিয়ে কার্যকরী কিমিটিই সিদ্ধান্ত নেবে।”