Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Olympics

করোনা-আতঙ্কে উদ্বিগ্ন আইওসি বসছে আলোচনায়

মঙ্গলবারই সেই আলোচনা করতে পারে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।

ফাইল চিত্র

ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৬ মার্চ ২০২০ ০৪:৫২
Share: Save:

বিশ্ব জুড়ে করোনাভাইরাসের সংক্রমণের জেরে চিন্তা বেড়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) কর্তাদেরও। সে কারণেই টোকিয়ো অলিম্পিক্স শুরু হওয়ার পাঁচ মাস আগে তাদের সদস্য দেশগুলোর অলিম্পিক সংস্থার সঙ্গে জরুরি ভিত্তিতে টেলিফোন-আলোচনায় বসতে চাইছেন তাঁরা।

মঙ্গলবারই সেই আলোচনা করতে পারে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। যেখানে বিভিন্ন দেশের অলিম্পিক সংস্থা ও অ্যাথলিটদের সঙ্গে বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত কথা বলবেন কর্তারা। করোনা-সংক্রমণ প্রতিরোধ করতে কী কী পদক্ষেপ করেছে আইওসি তা জানানোর পাশাপাশি ক্রীড়াসংস্থাগুলোও এই সংক্রান্ত প্রশ্ন করতে পারবে সেই বৈঠকে।

আইওসি-র এক মুখপাত্র অবশ্য বলেছেন, ‘‘সদস্য দেশগুলোর অলিম্পিক সংস্থাকে সব সময়েই সাম্প্রতিক পরিস্থিতি ও তার সমস্যা-সমাধান নিয়ে অবহিত করে থাকে। আলোচনা তারই অংশ।’’ টোকিয়ো অলিম্পিক্সের আগে করোনা সংক্রমণের জেরে ইতিমধ্যেই একাধিক খেলা বাতিল হয়েছে বিশ্বে। যদিও শুক্রবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে জানিয়েছেন, করোনাভাইরাসের প্রকোপে অতিমারী হলেও নির্ধারিত সূচি মেনেই আসন্ন জুলাই-অগস্টে অনুষ্ঠিত হবে টোকিয়ো অলিম্পিক্স।

জাপানের প্রধানমন্ত্রীর এই মন্তব্যের ২৪ ঘণ্টা আগেই আইওসি-র প্রেসিডেন্ট থোমাস বাখ বলেছিলেন, আসন্ন টোকিয়ো অলিম্পিক্স বাতিল করতে হলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধিনিষেধ খতিয়ে দেখে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। একই সঙ্গে বাখ এটাও জানিয়ে দিয়েছিলেন, অলিম্পিক্সের যোগ্যতা অর্জনের জন্য যে বিভিন্ন প্রতিযোগিতা আপাতত স্থগিত রয়েছে, তার জন্য সমস্যা তৈরি হয়েছে। মঙ্গলবারের টেলি-আলোচনায় এই ব্যাপারটি নিয়েও কথা হবে। যদিও চলতি মাসের শুরুতে বাখ বলেছিলেন, অলিম্পিক্সের যোগ্যতা অর্জনের জন্য প্রতিযোগিতার ক্ষেত্রে আইওসি নমনীয় হবে। সব অ্যাথলিটই অলিম্পিক্সে যোগ দেওয়ার জন্য প্রস্তুতি পর্বের সুযোগ পাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Olympic
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE