বিশ্ব জুড়ে করোনাভাইরাসের সংক্রমণের জেরে চিন্তা বেড়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) কর্তাদেরও। সে কারণেই টোকিয়ো অলিম্পিক্স শুরু হওয়ার পাঁচ মাস আগে তাদের সদস্য দেশগুলোর অলিম্পিক সংস্থার সঙ্গে জরুরি ভিত্তিতে টেলিফোন-আলোচনায় বসতে চাইছেন তাঁরা।
মঙ্গলবারই সেই আলোচনা করতে পারে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। যেখানে বিভিন্ন দেশের অলিম্পিক সংস্থা ও অ্যাথলিটদের সঙ্গে বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত কথা বলবেন কর্তারা। করোনা-সংক্রমণ প্রতিরোধ করতে কী কী পদক্ষেপ করেছে আইওসি তা জানানোর পাশাপাশি ক্রীড়াসংস্থাগুলোও এই সংক্রান্ত প্রশ্ন করতে পারবে সেই বৈঠকে।
আইওসি-র এক মুখপাত্র অবশ্য বলেছেন, ‘‘সদস্য দেশগুলোর অলিম্পিক সংস্থাকে সব সময়েই সাম্প্রতিক পরিস্থিতি ও তার সমস্যা-সমাধান নিয়ে অবহিত করে থাকে। আলোচনা তারই অংশ।’’ টোকিয়ো অলিম্পিক্সের আগে করোনা সংক্রমণের জেরে ইতিমধ্যেই একাধিক খেলা বাতিল হয়েছে বিশ্বে। যদিও শুক্রবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে জানিয়েছেন, করোনাভাইরাসের প্রকোপে অতিমারী হলেও নির্ধারিত সূচি মেনেই আসন্ন জুলাই-অগস্টে অনুষ্ঠিত হবে টোকিয়ো অলিম্পিক্স।