Advertisement
২৪ এপ্রিল ২০২৪

লিগ কাপে হেরে সাররি দুষলেন রেফারিকে

চেলসির অভিযোগ, ফাউলের সময় হ্যারি কেন পরিষ্কার অফসাইডে ছিলেন।

টটেনহ্যাম ১-০ গোলে হারাল চেলসিকে।  ছবি: এপি।

টটেনহ্যাম ১-০ গোলে হারাল চেলসিকে। ছবি: এপি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০১৯ ০৩:০৩
Share: Save:

টটেনহ্যাম ১ • চেলসি ০

পোশাকি নাম লিগ কাপ। ইংলিশ প্রিমিয়ার লিগ বা এফএ কাপের থেকে কৌলীন্য অনেক কম হলেও মঙ্গলবার ৫৯ বছরের পুরনো এ হেন লিগ কাপের সেমিফাইনাল ঘিরেই দেখা গেল চূড়ান্ত নাটক। এই প্রতিযোগিতার সেমিফাইনালে টটেনহ্যাম ১-০ গোলে হারাল চেলসিকে। ওয়েম্বলির এই ম্যাচটা অবশ্য প্রথম লেগের সেমিফাইনাল। ফিরতি ম্যাচটা হবে ২৪ জানুয়ারি স্ট্যামফোর্ড ব্রিজে। যার অর্থ, চেলসির সামনে ফাইনালে ওঠার একটা সুযোগ থাকছে। কিন্তু মঙ্গলবার প্রথম লেগের এই হার মেনে নিতে পারছেন না চেলসি ম্যানেজার মাউরিসিয়ো সাররি। যত গণ্ডগোল খেলার ২৬ মিনিটে হ্যারি কেনের পেনাল্টি থেকে করা গোল নিয়ে!

চেলসির অভিযোগ, ফাউলের সময় হ্যারি কেন পরিষ্কার অফসাইডে ছিলেন। কিন্তু ভিডিয়ো প্রযুক্তির সাহায্য নিয়ে রেফারি উল্টে পেনাল্টিই দিয়ে দেন টটেনহ্যামকে। যেখান গোল করে যান কেন। যে গোল নিয়ে চেলসি ম্যানেজার এতটাই ক্ষিপ্ত যে, সাংবাদিক সম্মেলন করতে এসে রীতিমতো ল্যাপটপ নিয়ে সাংবাদিকদের দেখিয়ে গেলেন, কেন সেটা পেনাল্টি ছিল না। এবং পরিষ্কার অভিযোগ করলেন যে, ইংল্যান্ডের রেফারি ভিডিয়ো প্রযুক্তি ব্যবহার করতেই শেখেননি এখনও।

সাররি বললেন, ‘‘আপনাদের দেখাচ্ছি। আমিও কয়েক মিনিট আগেই দেখলাম, ওটা পরিষ্কার অফসাইড ছিল। আমাদের ক্যামেরা হ্যারি কেনের সঙ্গে একই লাইনে ছিল। কেনের মাথা আর হাঁটু পরিষ্কার অফসাইডের অবস্থানে দেখা গিয়েছে। এ সব ক্ষেত্রে লাইন্সম্যানের দৌড়ে বলের লাইনে থাকাটা সব চেয়ে জরুরি। যেটা এ ক্ষেত্রে হয়নি।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘আমার মনে হয় না, ইংল্যান্ডে রেফারিরা ভিডিয়ো প্রযুক্তি ঠিক মতো ব্যবহার করতে শিখেছেন বলে। আর যদি সেটা না পারো, তা হলে তোমাকে সবার আগে বলটাকে অনুসরণ করতে হবে। এখন দেখছি, সেটাও দেখছি ওঁরা পারছেন না। এই ধরনের গোলে হার মেনে নেওয়া খুব কঠিন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Football Tottenham Chelsea League Cup
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE