মোহনবাগানের কলকাতা লিগ জেতার পরিপ্রেক্ষিতে বলা মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন টুটু বসু। বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিজের বক্তব্য ফিরিয়ে নিয়েছেন তিনি। বলেছেন, কাউকে আঘাত করতে তিনি চাননি।
প্রসঙ্গত, বুধবার সবুজ-মেরুন ক্লাবের কলকাতা লিগ চ্যাম্পিয়ন হওয়ার পরিপ্রেক্ষিতে ম্যাচের বিরতিতে টুটু বসু বলেছিলেন, সাত বার মেয়ে হওয়ার পর ছেলে হলে যেমন লাগে, তেমন অনুভূতিই হচ্ছে তাঁর। এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছিল বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় উঠেছিল ঝড়। তীব্র প্রতিক্রিয়া জানায় বিভিন্ন মহল। মোহনবাগানের চ্যাম্পিয়ন হওয়া ছাপিয়ে টুটুর মন্তব্য নিয়েই চলছিল সমালোচনা।
এই আবহেই ক্ষমা চাইলেন টুটু। প্রেস বিজ্ঞপ্তিতে লিখেছেন, “দীর্ঘ আট বছর পর লিগ জয়ের আনন্দে আবেগে ভেসে গিয়েছিলাম। বিরতিতে আবেগের বশবর্তী হয়েই কিছু কথা বলে ফেলেছিলাম। কখনই কথাগুলো বলতে চাইনি। আনন্দের দিনে কাউকে আঘাত করার অভিপ্রায় আমার ছিল না। আমার কথা ভালবাসার মানুষদের কষ্ট দিয়েছে। আমি দুঃখিত। ক্ষমাপ্রার্থী।”