ফ্লোরিডায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ দেখতে মার্কিন যুক্তরাষ্ট্রে রওনা হলেন কলকাতার দুই ক্রিকেট কর্তা। সিএবি কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত। বোর্ডের আমন্ত্রণে এই যাত্রা তাঁদের। বিশ্বরূপবাবু অবশ্য এনসিসি-র পক্ষ থেকে যাচ্ছেন। বোর্ডের অনুমোদিত সব সংস্থার প্রতিনিধিদেরই মার্কিন মুলুকে যাওয়ার কথা। তবে মূলত ভিসা সমস্যার জন্য ১৪ জন রাজ্য প্রতিনিধি যেতে পারছেন বলে জানা গিয়েছে। কর্তাদের এই দলের নেতা দিলীপ বেঙ্গসরকর। তিনি মুম্বই ক্রিকেট সংস্থার পক্ষ থেকে যাচ্ছেন। বোর্ড প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুরেরও আগামী শনি ও রবিবারের দুই ম্যাচে থাকার কথা।