নাম ‘টেলস্টার ১০’। রাশিয়া বিশ্বকাপের অফিশিয়াল বল। সেই বলের প্রথম ছবি টুইট করল ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা আডিডআস। সেই ছবিতে বল হাতে দেখা গেল জিনেদিন জিদান, দেল পিয়েরো, জাভি আলোন্সো, কাকা ও লুকাস পোদোলোস্কি। বলের উদ্বোধনে ছিলেন বিশ্ব ফুটবলের এই তারকা ফুটবলাররা। যেখানে লেখা ছিল, ‘‘স্কোয়াড গোলস।’’ ভিডিওতে রয়েছেন স্বয়ং মেসি।
আরও পড়ুন
আইপিএল-এর আগামী সভা গরম হতে পারে প্লেয়ার ধরে রাখা নিয়ে
২০১৮র ১৪ জুন থেকে রাশিয়ায় শুরু হবে এ বারে বিশ্বকাপ। ফাইনাল ১৫ জুলাই। একমাসের এই বিশাল কর্মকাণ্ডে অংশ নেবে ৩২টি দেশ। আর এই বলেই হবে সব খেলা।
দেখুন টুইট
Tap. Connect. Create. 📲
— adidas Football (@adidasfootball) November 10, 2017
Unlock #Telstar18, the first digitally connected @FIFAWorldCup Official Match Ball. #HereToCreate pic.twitter.com/0U8UVhwLZQ