Advertisement
E-Paper

শামিদের বোলিংয়ে বৈচিত্র চান প্রসাদরা

তবে চলতি সিরিজের প্রথম দুই ম্যাচে শামিদের বোলিং দেখে তাঁদের বিচার করার বিপক্ষে প্রসাদ। শুক্রবার বেঙ্গালুরু থেকে ফোনে বললেন, ‘‘দু’টো ম্যাচেই একেবারে পাটা উইকেট ছিল। পেসারদের বল মুভ করানোর বা সুইং করানোর কোনও উপায়ই ছিল না।

রাজীব ঘোষ

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০১৮ ০৩:৫৪
বেঙ্কেটেশ প্রসাদ।—ফাইল চিত্র

বেঙ্কেটেশ প্রসাদ।—ফাইল চিত্র

প্রথম দুই ওয়ান ডে-তে ওয়েস্ট ইন্ডিজ তিনশোর ওপর রান তোলায় নির্বাচকেরা আর ঝুঁকি নিতে পারেননি। সিরিজ জেতার লক্ষ্যে ডাক পড়ল ভুবনেশ্বর কুমার ও যশপ্রীত বুমরার। যাঁদের ওপরই এখন ওয়েস্ট ইন্ডিজের রান মেশিন আটকানোর ভার।

প্রথম দু’টি ওয়ান ডে ম্যাচে মহম্মদ শামি ২০ ওভারে ১৪০ রান দিয়েছেন। উমেশ যাদব দিয়েছেন ১৪২। যা নিয়ে বিশেষজ্ঞরাও চিন্তায়। ভারতীয় দলের প্রাক্তন তারকা পেসার ও প্রাক্তন বোলিং কোচ বেঙ্কেটেশ প্রসাদ যেমন বললেন, ‘‘ওরা খারাপ বোলার বলব না। ভুবি বা বুমরাদের চোট হলে বা বিশ্রামের প্রয়োজন হলে ওদেরই দায়িত্ব নিতে হবে। কিন্তু ওদের বোলিংয়ে বৈচিত্র বাড়াতে হবে।’’

তবে চলতি সিরিজের প্রথম দুই ম্যাচে শামিদের বোলিং দেখে তাঁদের বিচার করার বিপক্ষে প্রসাদ। শুক্রবার বেঙ্গালুরু থেকে ফোনে বললেন, ‘‘দু’টো ম্যাচেই একেবারে পাটা উইকেট ছিল। পেসারদের বল মুভ করানোর বা সুইং করানোর কোনও উপায়ই ছিল না। এই রকম পিচে ওদের দোষ দেওয়া উচিত হবে না। তবে এটা ঠিকই এই ধরনের উইকেটে ভুবি-বুমরারা ওদের চেয়ে ভাল বল করবে। কারণ, ওদের বলে বৈচিত্র আছে। গতি ও লেংথ বাড়িয়ে-কমিয়ে বা মাঝে মাঝে কাটার এবং ইয়র্কার দিয়ে ব্যাটসম্যানকে চাপে রাখতে পারে। এই জন্যই ওরা এত সফল। শামি, উমেশদেরও বোলিংয়ে এ রকম বৈচিত্র আনতে হবে।’’

ইংল্যান্ডে আগামী বছর বিশ্বকাপেও এ রকমই পাটা উইকেট হওয়ার সম্ভাবনা প্রবল বলে মনে করেন প্রসাদ, তাই ভারতীয় দলের তৃতীয় ও চতুর্থ পেসার হতে গেলে শামি, উমেশদের আরও উন্নতি করার পরামর্শ দিচ্ছেন প্রাক্তন ভারতীয় বোলিং কোচ। আর এক প্রাক্তন ভারতীয় পেস বোলার চেতন শর্মার বক্তব্য, ‘‘আমি জানি না শামি, উমেশরা কেন এমন পাটা উইকেটে বল করতে পারছে না। ছোট থেকেই তো ওরা এমন উইকেটে বোলিং করে এসেছে। আমার ধারণা এটা ওদের অফ ফর্ম। বিশ্বকাপের আগে ওদের ফর্মে ফিরতেই হবে। না হলে তিন বা চার নম্বর পেসার নিয়ে সমস্যায় পড়তে পারে ভারত।’’

ওয়েস্ট ইন্ডিজের কোচ স্টুয়ার্ট ল-কে ভুবিদের দলে যোগ দেওয়া নিয়ে খুব একটা চিন্তিত দেখাচ্ছে না। স্টুয়ার্ট ল বললেন, ‘‘কে বল করছে, তার ওপর চাপ বেড়ে যাওয়া বা কমা খুব একটা নির্ভর করে না। অনেকেই এই সিরিজের আগে বলেছিলেন, ভারতের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ কোনও ভাবেই পেরে উঠবে না। ধারণাটা যে ঠিক নয়, তা তো আমাদের ছেলেরা প্রমাণ করেই দিয়েছে। তাই ওরা দু’জন এলেও আমাদের ব্যাটসম্যানদের ওপর চাপ বাড়বে বলে মনে হয় না।’’

ওয়েস্ট ইন্ডিজের কোচ পুণের ব্যাটিং উইকেটের কথা মাথায় রেখেই এই কথা বললেন। এ দিন দুপুরে অনুশীলনে এসে শেই হোপ ও হেটমায়ার আগে উইকেট দেখতে যান। এই দু’জনই বিশাখাপত্তনমে ভারতকে জিততে দেননি। সঙ্গে ছিলেন অধিনায়ক জেসন হোল্ডারও। বাইশ গজের চেহারা দেখে যে দুই ব্যাটসম্যানই খুশি, তা তাঁদের আচরণে ও নেটে ঢুকে ব্যাটে ঝড় তোলা দেখেই আন্দাজ করা যায়।

শনিবার যে এই ক্যারিবিয়ান ব্যাটিং ঝড়ই থামাতে হবে বুমরাদের।

Cricket India Bowling Pace Variation Venkatesh Prasad
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy