Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Vinicius Junior

লা লিগায় ভিনিসিয়াস উদয়, ফের শীর্ষে চলে এল রিয়াল

ভিনিসিয়াসকে দু’বছর আগে ফ্ল্যামেঙ্গো থেকে কিনতে কার্পণ্য করেননি রিয়াল কর্তারা।

নায়ক: গোল করার পরে মুষ্টিবদ্ধ হাত তুলে ভিনিসিয়াস। রয়টার্স

নায়ক: গোল করার পরে মুষ্টিবদ্ধ হাত তুলে ভিনিসিয়াস। রয়টার্স

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৬ জুন ২০২০ ০৪:০১
Share: Save:

লা লিগায় ইতিহাস! মাত্র ১৫ বছর ২১৯ দিন বয়সের লুকা রোমেরোকে মায়োরকার জার্সিতে খেলতে দেখা গেল বুধবার। এত কম বয়সে আগে কেউ লা লিগায় খেলেনি। যদিও রোমেরোর জন্য নয়, বুধবার আলফ্রেদো দি’স্তেফানো স্টেডিয়াম রঙিন হয়ে উঠল অন্য এক কিশোরের আগুনে ফুটবলে। তিনি ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র। কে বলবে কুড়ি বছরে পা দিতে তাঁর আরও আড়াই সপ্তাহ লাগবে। এ হেন প্রতিভার অবিশ্বাস্য গতির সামনে ছিন্নভিন্ন হয়ে গেল মায়োরকার রক্ষণ।

ম্যাচের ১৯ মিনিটে লুকা মদ্রিচের পাস ধরে বক্সের বাঁ-দিকের কঠিনতম কোণ থেকে যে ভাবে লব করে ১-০ করে গেলেন ভিনিসিয়াস, তা ব্রাজিলের মোহময়ী ফুটবলের স্মৃতি ফেরাল ফুটবলপ্রেমীদের মনে। আর একবার তাঁর নিশ্চিত গোলের শট ফিরে এল ক্রশবারে লেগে।

ভিনিসিয়াসকে দু’বছর আগে ফ্ল্যামেঙ্গো থেকে কিনতে কার্পণ্য করেননি রিয়াল কর্তারা। রিয়ো দে জেনেইরোর সেই কিশোর এখন ফুল ফোটাচ্ছেন। শারীরিক ভাবেও অনেক শক্তিশালী হয়ে উঠেছেন তিনি। লকডাউন পর্বে খাদ্যাভাস বদলে তিনি নিজেকে নতুন ভাবে গড়ে তুলেছেন। মায়োরকা ম্যাচের পরে নায়ক ভিনিসিয়াস বলেছেন, ‘‘বাড়িতে বসে না থেকে বাড়তি পরিশ্রম করেছি। যাতে সুযোগ পেলে তার সদ্ব্যবহার করতে পারি।’’

মাত্র ১৯ বছর বয়সেই দলের গুরুত্বপূর্ণ ফুটবলার হয়ে ওঠা ভিনিসিয়াসকে কী ভাবে এখন প্রথম এগারোয় রাখা যায় ভাবতে শুরু করে দিয়েছেন জ়িনেদিন জ়িদান। মায়োরকার বিরুদ্ধে ৫৬ মিনিটে বাঁক খাওয়ানো ফ্রি-কিকে অসাধারণ গোল করে ২-০ করেন সের্খিয়ো র্যামোস।

এই জয়ের ফলে লা লিগা টেবলে শীর্ষ স্থান পুনরুদ্ধার করল রিয়াল। ৩১ ম্যাচে ৬৮ পয়েন্ট ভিনিসিয়াসদের। বার্সারও ৩১ ম্যাচে ৬৮ পয়েন্ট। কিন্তু বার্সেলোনার সঙ্গে মুখোমুখি সাক্ষাতে এগিয়ে থাকায় এক নম্বরে রিয়াল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Vinicius Junior Real Madrid La Liga Football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE