ম্যাজিক! আর তা-ও কি না দেখালেন হরমনপ্রীত কউর। সোশ্যাল মিডিয়ায় তাঁর বল নিয়ে জাদু দেখানোর ভিডিয়ো হয়ে উঠেছে ভাইরাল।
ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ভিডিয়োয় দেখা গিয়েছে হরমনপ্রীত একটা কাচের গ্লাস থেকে ছোট বল ছুড়ছেন আয়নায়। যা আয়নায় তাঁর প্রতিবিম্ব ক্যাচ ধরছে। আবার আয়নায় সেই প্রতিবিম্বের ছোড়া বল ধরছেন হরমনপ্রীত। তিনি ফের বল ছুড়লে একই ঘটনা ঘটছে। এই ভিডিয়ো সঙ্গে সঙ্গে সাড়া ফেলেছে নেটাগরিকদের মধ্যে। অনেকেই জিজ্ঞাসা করেছেন যে, কী ভাবে এটা তিনি করছেন।
আরও পড়ুন: ‘আমায় না নিয়ে চেন্নাই ধোনিকে নিয়ে সে দিন যেন আমার বুকে ছুরি বসিয়েছিল’
আরও পড়ুন: করোনার বিরুদ্ধে লড়াইয়ে এ বার চ্যারিটি ম্যাচের প্রস্তাব বেকহ্যামের
হরমনপ্রীতই একমাত্র ভারতীয় ক্রিকেটার নন যিনি এমন ম্যাজিক দেখালেন। এর আগে জাতীয় দলের মিডল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ারও তাসের ম্যাজিক দেখিয়েছিলেন। যার ভিডিয়ো টুইট করেছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। হরমনপ্রীত অবশ্য শুধু জাদুর খেলাই দেখাননি। তার আগে পরিবেশ সচেতনতা বাড়ানোর উদ্দেশে লিখেছেন, “পরিবেশ রক্ষার জন্য আমাদের একসঙ্গে কাজ করতে হবে। পৃথিবীই আমাদের বাড়ি। দেখতে হবে, প্রকৃতি-মা যেন আমাদের জন্য কষ্ট না পায়।”