সেমিফাইনালে আগেই স্থান করে নিয়েছিল। অস্ট্রেলিয়া হেরে যাওয়ায়, গত শনিবার শ্রীলঙ্কাকে হারিয়ে লিগের এক নম্বর স্থানও পাকা হয়ে গিয়েছে। এরপরই ভারতীয় দলের ক্রিকেটারদের দেখা গেল উৎসবের মেজাজে। আর সেমিফাইনালে নামার আগে হার্দিক-বুমরাদের ফুরফুরে মেজাজ স্বস্তিতে রেখেছে ভারতীয় দলের সমর্থকদের। তবে এই উৎসবের কারণ লিগ টেবিলের এক নম্বর স্থান করে নেওয়া নয়। হার্দিকদের প্রিয় ‘মাহি’-র ৩৮ তম জন্মদিন।
গত ৭ জুলাই জীবনের ৩৮ তম বছরে পা দিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। তাঁর জন্মদিন পালনের সেই ছবি ভিডিয়ো নিজেদের শেয়ার করা হয়েছে ধোনির স্ত্রী ও মেয়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। তার পরই ভাইরাল হয়েছে সেই সব ছবি ও ভিডিয়ো।
ভাইরাল হওয়া সেই পোস্টে নাচতে দেখা যাচ্ছে, ধোনির মেয়ে জিভাকে। বাবার পাশে দাঁড়িয়ে হাত তুলে নাচতে নাচতে ধোনির জন্মদিন পালন করছে সে। কাটছে কেকও। দেখুন ধোনির জন্মদিন পালনের কিছু মুহূর্ত-
আরও পড়ুন: গোটা পাকিস্তানের সমর্থন পাবে ভারত, বলছেন সেই বাসিত আলি
আরও পড়ুন: উড়ে গেল পেরু, রেকর্ড অক্ষুণ্ণ রেখে কোপা চ্যাম্পিয়ন হল ব্রাজিল