টনি ক্রুজ-এর পা থেকে রামধনুর মতো বাঁক খাওয়া শটে গোল এখন সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয়। সেই গোলের ভিডিয়ো পোস্ট করে ফিফার টুইটার হ্যান্ডেলে দাবি করা হয়েছে, ‘টনি ক্রুজ যখন কর্নার কিক নেন তখন কেউ নিরাপদ নয়’। বৃহস্পতিবার স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও ভ্যালেনসিয়া।
সৌদি আরবেরকিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে এই ম্যাচে প্রথম থেকেই বিপক্ষের উপর চাপ বজায় রেখেছিল রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ ম্যাচের ১৫ মিনিটের মাথায় একটি কর্নার পায়। কর্নার নিতে যান জার্মানির বিশ্বকাপ-জয়ী দলের মিডফিল্ডার টনি ক্রুজ। যে কর্নারটি ক্রুজ নেন, তাকে প্রকৃত ‘ব্যানানা সুইং’ বলা যায়। কর্নার থেকে নেওয়া শটটি বাঁক খেয়ে ভ্যালেনসিয়ার জালে জড়িয়ে যায়।
বলটি যে এতটা সুইং করবে তা ভ্যালেনসিয়ার গোলকিপার ডোমেনিক বুঝতে পারেননি।গোলপোস্ট থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে ছিলেন তিনি। টনির শট বাঁক নিতে শুরু করার পরে তিনি বুঝতে পারেন বল গোলে ঢুকবে। বিপদ বুঝে তিনি বলের কাছে পৌঁছেও যান। কিন্তু টনি ক্রুজের পা থেকে বেরনো বল ততক্ষণে ভ্যালেনসিয়ার গোলে ঢুকে পড়েছে। হাত দিয়ে বলটিকে বার করার চেষ্টাও করেন গোলকিপার ডমেনিক। তিনি বিপন্মুক্ত করার চেষ্টাও করেন। কিন্তু তাঁর সেই চেষ্টা সফল হয়নি। বল জড়িয়ে যায় ভ্যালেনসিয়ার জালে।