দলে নেই, কিন্তু প্রচারের আলোয় রয়েছেন। বিরাট কোহালিরা যখন ক্যারিবিয়ানদের দুরমুশ করে সিরিজ জিতছেন তখন বাঁশি বাজাচ্ছেন শিখর ধওয়ন। তিনি ফর্মের ধারে কাছে নেই। দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে বুধবার ভারত এ দলের হতে খেলতে দেখা যাবে ধওয়নকে। সেই ম্যাচের বল গড়ানোর আগেই বাঁশি হাতে দেখা গেল গব্বরকে। আর তাঁর এই বাঁশি বাজানোর ভিডিয়ো নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করেছেন বাঁ হাতি ওপেনার। সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, ছাদের উপর দাঁড়িয়ে নীল রঙের টি-শার্ট পরে বাঁশি বাজাচ্ছেন ধওয়ন। পিছন থেকে ভিডিয়োটি রেকর্ড করা হয়েছে। সামনে সমুদ্র, সৈকতে নারকেল গাছের সারি। ধওয়নের বাঁশির সুর মন ছুঁয়ে যাবে সবার।
শিখরের এই ভিডিয়োটি ইতিমধ্যেই প্রায় ২ লক্ষ মানুষ দেখে ফেলেছেন। লাইক করেছেন প্রায় আরও কয়েক লক্ষ। সেই সঙ্গে অজস্র মন্তব্য। কেউ লিখেছেন, ‘কৃষ্ণ’, আবার কেউ লিখেছেন, ‘ওয়াও’। কেউ আবার প্রশ্ন করেছেন, ‘‘এটা কি সত্যিই আপনি?’’ কেউ আবার বলেছেন, ‘‘এটা আপনি হতেই পারেন না।’’ ভক্ত বা সমালোচকদের প্রশ্ন বা মন্তব্যের উত্তর দেননি শিখর ধওয়ন।
আরও পড়ুন : চাঁদের দিকে আরও ১৫ কিলোমিটার এগিয়ে গেল বিক্রম ল্যান্ডার
আরও পড়ুন : চাঁদে হাঁটছেন মহাকাশচারী, পাশ দিয়ে হুশ করে বেরিয়ে গেল অটোরিকশা!
A fresh start.. Trees, the wind, the ocean & some music = bliss. 🎶