বাংলাদেশের কাছে টি-২০ ম্যাচ হারের দুঃখ কিছুটা হলেও ভুলিয়ে দেবে শিখর ধবনের শেয়ার করা এই ভিডিয়ো। রোহিত শর্মার মেয়ে সামাইরার সঙ্গে খেলতে দেখা যাচ্ছে শিখর ধবনকে। ভিডিয়োটি বাংলাদেশ ম্যাচের আগের দিন পোস্ট করা হয়েছে। পোস্ট করার পর ভাইরাল হতেও সময় নেয়নি।
শিখর ধবনের ভেরিফায়েড ইনস্টাগ্রাম হ্যান্ডলে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, মেয়ে সামাইরা-কে কোলে নিয়ে বিছানায় বসে রয়েছেন রোহিত শর্মা,আর পাশের বিছানায় শিখর ধবন। হাত দিয়ে শিখরের মাথা ছোঁয়ার চেষ্টা করছে সামাইরা। আসলে যেন সামাইরা শিখরকে খেলার ছলে মারতে চাইছে। আর সামাইরা তাঁর মাথা ছুঁয়ে দিলেই শিখর বিছানায় উল্টে পড়ছেন। আর শিখরের এই কাণ্ডকারখানায় মজা পাচ্ছিল সামাইরাও। এক সময় মজা পেয়ে হাসতে হাসতে বাবার কোলে মুখ লুকিয়ে নেয় সে।
২ নভেম্বর পোস্ট হওয়া ভিডিয়োটি এখনই প্রায় সাত লক্ষ বার দেখা হয়েছে। প্রচুর মানুষ সেটি লাইকও করেছন। সেই সঙ্গে কমেন্টে সামাইরার প্রতি ভালবাসাও ব্যক্ত করেছেন নেটিজেনরা।
আরও পড়ুন: ব্যভিচার বিরোধী আইন প্রণেতাই বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্কে জড়ালেন, প্রকাশ্যে খেলেন বেত
আরও পড়ুন: পোশাক ‘ঠিক’ নেই, ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা থেকে মহিলাদের ফিরিয়ে দিলেন আরটিও
দেখুন শিখরের সেই ভিডিয়ো: