ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির ভবিষ্যত নিয়ে আলোচনা চলছে বিস্তর। কিন্তু এ সব নিয়ে ধোনির যে খুব মাথাব্যাথা নেই তা তাঁর চলাফেরাতেই স্পষ্ট। বর্তমানে রাঁচীতে তিনি ছুটি কাটাচ্ছেন পরিবারে সঙ্গে। খুনসুটিতে মাতছেন মেয়ে জিভার সঙ্গেই। মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ির কাজ করার একটি ভিডিয়ো বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন ধোনি। তার পরই ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।
গাড়ি-বাইকের প্রতি ধোনির ভালবাসার কথা অজানা নয়। বৃহস্পতিবার শেয়ার করা ভিডিয়োতে ধোনিকে দেখা যাচ্ছে গাড়ি পরিষ্কার করতে। তাঁর গ্যারাজের নতুন সংযোজন নিশান জঙ্গা জিপ গাড়ি। সেই গাড়ি পরিষ্কারের ভিডিয়োই এ দিন আপলোড করেছেন ধোনি।
তবে সেই গাড়ি ধোনি একা পরিষ্কার করছেন না। সেই কাজে তাঁকে সাহায্য করছে ছোট্ট জিভা। তাই ওই ভিডিয়োর ক্যাপশনে ধোনি লিখেছেন, ‘বড় গাড়ি পরিষ্কার করতে গিয়ে বোঝা যায় এই ছোট্ট সাহায্য কতটা গুরুত্বপূর্ণ।’ দেখুন সেই ভিডিয়ো-
A little help always goes a long way specially when u realise it’s a big vehicle
আরও পড়ুন: ক্রিকেটারদের জন্য জল বইছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী! অভিভূত নেটিজেনরা
আরও পড়ুন: নতুন বোর্ড প্রেসিডেন্টকে সংবর্ধনা জানাতে সাজ সাজ রব সিএবি-তে