কুম্বলের পদত্যাগের সিদ্ধান্তের মধ্যেই আরও এক বার বিতর্ক উস্কে দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহালি। অনিল কুম্বলে কোচ হয়ে আসার পর কুম্বলেকে স্বাগত জানিয়ে করা টুইট সরিয়ে দিলেন বিরাট কোহালি।
এমনিতেই অনিল কুম্বলের পদত্যাগের পর কোনও প্রকার প্রতিক্রিয়া পাওয়া যায়নি ভারত অধিনায়কের পক্ষ থেকে। কুম্বলে প্রসঙ্গে মুখ খোলার আগেই কোহালির এই রকম কার্যকলাপে স্তম্ভিত ক্রিকেট বিশেষজ্ঞরা।
২০১৬-এর জুনে কুম্বলেকে স্বাগত জানিয়ে করা টুইটে কোহালি বলেছিলেন, ‘‘আন্তরিক ভাবে স্বাগত কুম্বলে স্যার। আপনার সঙ্গে সময় কাটানোর জন্য মুখিয়ে আছি। আপনার সঙ্গে মিলে ভারতীয় ক্রিকেটের কিছু দারুণ সময়ের অপেক্ষায় রইলাম।’’