Advertisement
E-Paper

দ্বিতীয় ভারতীয় হিসেবে ৯০০ রেটিং পয়েন্টে বিরাট

এখনও এই তালিকায় সেরা ডন ব্র্যাডম্যানেই। তাঁর পয়েন্ট ৯৬১। এর পর রয়েছেন স্টিভ স্মিথ। ৯৪৭ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে টেস্ট ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষে তিনিই।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৮ ১৯:১৮
বিরাট কোহালি। ছবি: এএফপি।

বিরাট কোহালি। ছবি: এএফপি।

তিনিই দ্বিতীয় ভারতীয় যাঁর ঝুলিতে এল ৯০০ পয়েন্ট। থাকলেন দ্বিতীয় স্থানে। বৃহস্পতিবারই আইসিসির প্লেয়ার অফ দি ইয়ার হয়েছেন। আর সে দিনই রেটিং পয়েন্টও ৯০০ ছুঁলো তাঁর। এর আগে এই মাইল স্টোন ছুঁয়েছিলেন সুনীল গাওস্কর। তাঁর ৫০তম টেস্টে। ১৯৭৯ সালে ওভারে। সেই ম্যাচে গাওস্কর প্রথম ইনিংসে ১৩ ও দ্বিতীয় ইনিংসে ২২১ রান করেছিলেন। ৮৮৭ পয়েন্ট থেকে এক লাফে উঠে এসেছিলেন ৯১৬তে। সেটাই ছিল তাঁর সেরা রেটিং পয়েন্ট।

বিরাট কোহালি অবশ্য ৯০০ রেটিং পয়েন্টে পৌঁছলেন ৬৫তম টেস্টে। ৮৮০ থেকে তিনি পৌঁছলেন ৯০০তে। এর আগে ৯০০র কাছাকাছি পৌঁছেছিলেন আরও ভারতের আরও দু’জন। ২০০২এ তেন্ডুলকর ৮৯৮এ উঠেছিলেন আর ২০০৫এ রাহুল দ্রাবিড় পৌঁছেছিলেন ৮৯২এ। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে কোহালি ৩১তম ব্যাটসম্যান যিনি ৯০০ রেটিং পয়েন্ট ছুঁলেন। এক জন ব্যাটসম্যানের রান ও রানের গড়ের উপর নির্ধারিত হয় এই রেটিং পয়েন্ট।

এখনও এই তালিকায় সেরা ডন ব্র্যাডম্যানেই। তাঁর পয়েন্ট ৯৬১। এর পর রয়েছেন স্টিভ স্মিথ। ৯৪৭ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে টেস্ট ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষে তিনিই। লেন হুটনের পয়েন্ট ছিল ৯৪৫। রিকি পন্টিং ও জ্যাক কালিসের সর্বোচ্চ ৯৪২। কোহালি এই মুহূর্তে স্মিথের থেকে ৪৭ পয়েন্ট পিছিয়ে রয়েছেন। তিন নম্বরে রয়েছেন জো রুট।

আরও পড়ুন
কোহালিদের এমন বিপর্যয় কেন হল

টেস্ট বোলিং র‌্যাঙ্কিংয়ে এই মুহূর্তে শীর্ষে রয়েছেন জেমস অ্যান্ডারসন। দ্বিতীয় স্থানে কাগিসো রাবাডা। তিন নম্বরে ভারতের রবীন্দ্র জাডেজা। যদিও তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম দুটো টেস্টে খেলার সুযোগ পাননি। চারে জোস হেজেলউড। দুই টেস্টে খেলেও পাঁচ নম্বরে রবিচন্দ্রন অশ্বিন। অল-রাউন্ডারের তালিকায় খুব একটা পরিবর্তন হয়নি। শীর্ষে সেই সাকিব আল হাসানই। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্রন অশ্বিন।

Cricket Cricketer ICC Ranking Virat Kohli বিরাট কোহালি
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy