Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Sports News

শেষ দুই ওয়ানডে এবং টি-২০ সিরিজে বিশ্রাম কোহালিকে

পাঁচ ম্যাচের একদিনের সিরিজে ভারত বুধবার ১-০-য় এগিয়ে গিয়েছে। বিরাট কোহালি খেলবেন আর দু’টি একদিনের ম্যাচ। তারপর দেশে ফিরবেন।

শেষ দু’টি ওয়ান ডে ম্যাচ এবং টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম বিরাট কোহালিকে। —ফাইল চিত্র

শেষ দু’টি ওয়ান ডে ম্যাচ এবং টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম বিরাট কোহালিকে। —ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০১৯ ১৯:০১
Share: Save:

নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দু’টি ওয়ানডে ম্যাচ এবং পুরো টি-২০ সিরিজে বিশ্রাম দেওয়া হল ভারত অধিনায়ক বিরাট কোহালিকে। গত কয়েক মাসে লাগাতার ক্রিকেট খেলে চলেছেন তিনি। আসন্ন বিশ্বকাপের কথা মাথায় রেখেই বিশ্রাম দেওয়া হল তাঁকে।

পাঁচ ম্যাচের একদিনের সিরিজে ভারত বুধবার ১-০-য় এগিয়ে গিয়েছে। বিরাট কোহালি খেলবেন আর দু’টি একদিনের ম্যাচ। তারপর দেশে ফিরবেন।

বিরাটের অনুপস্থিতিতে শেষ দুই একদিনের ম্যাচ এবং তিন ম্যাচের টি-২০ সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। বিরাটের পরিবর্ত হিসাবে কাউকে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় নির্বাচকরা।

ক্রিকেট বোর্ডের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘‘গত কয়েক মাসে বিরাটের দায়িত্ব এবং পরিশ্রমের কথা মাথায় রেখে টিম ম্যানেজমেন্ট এবং সিলেকশন কমিটি বিরাটকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দেশের মাটিতে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের আগে তাঁর পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন। এই বিষয়টি মাথায় রেখেই তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি।ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Virat Kohali Rest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE