Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Sports News

টেস্ট র‌্যাঙ্কিংয়ে নিজের জায়গা ধরে রাখলেন বিরাট

ব্যাটিংয়ের শীর্ষে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। রেটিং পয়েন্ট ৯৪৭। ৯১২ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভারত অধিনায়ক বিরাট কোহালি ধরে রাখলেন নিজের জায়গা।

বিরাট কোহালি। ছবি: এএফপি।

বিরাট কোহালি। ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৮ ১৭:২০
Share: Save:

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে নিজের জায়গা ধরে রাখলেন বিরাট কোহালি ও চেতেশ্বর পূজারা। নেমে গেলেন রবিচন্দ্রন অশ্বিন। বোলিংয়ে অস্ট্রেলিয়ার স্পিড স্টার মিচেল স্টার্ক কেরিয়ারের সর্বোচ্চ র‌্যাঙ্কিংয়ে পৌঁছলেন। টিম র‌্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে ভারত। দ্বিতীয় দক্ষিণ আফ্রিকা ও তিনে অস্ট্রেলিয়া।

ব্যাটিংয়ের শীর্ষে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। রেটিং পয়েন্ট ৯৪৭। ৯১২ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভারত অধিনায়ক বিরাট কোহালি ধরে রাখলেন নিজের জায়গা। একইভাবে নিজের ছ’নম্বর স্থান ধরে রাখলেন ভারতের চেতেশ্বর পূজারাও। পূজারার রেটিং পয়েন্ট ৮১০। তাঁর আগে তিন নম্বরে রয়েছেন ইংল্যান্ডের জো রুট, চারে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, পাঁচে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার।

বোলিংয়ের শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। ভারতের রবীন্দ্র জাডেজা ৮৪৪ রেটিং পয়েন্ট নিয়ে রয়েছেন তিনে। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা। চার ও পাঁচে রয়েছেন অস্ট্রেলিয়ার জোস হ্যাজেলউড ও মিচেল স্টার্ক। ছ’নম্বরে নেমে গিয়েছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। অল-রাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন সাকিব আল হাসানই। দুই ও তিনে পর পর ভারতের দুই রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্রন অশ্বিন। চারে ইংল্যান্ডের বেন স্টোকস। পাঁচে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক।

আরও পড়ুন
নিদাহাস ট্রফির প্রথম ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE