Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Kohli on Ronaldo

‘রোনাল্ডো শেষ’ বিতর্কে জড়ালেন কোহলি, সিআর৭ গোলে ফিরতেই বিরাট খোঁচা

প্যারিস সঁ জরমঁর বিরুদ্ধে জোড়া গোল করেছেন রোনাল্ডো। পুরনো রোনাল্ডোর কিছু ঝলক দেখা গিয়েছে। তার পরেই নিজের প্রিয় তারকার হয়ে ব্যাট ধরলেন বিরাট কোহলি। সমালোচকদের খোঁচা মারলেন তিনি।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর হয়ে ব্যাট ধরলেন বিরাট কোহলি। রোনাল্ডোর সমালোচকদের সমালোচনা করেছেন কোহলি।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর হয়ে ব্যাট ধরলেন বিরাট কোহলি। রোনাল্ডোর সমালোচকদের সমালোচনা করেছেন কোহলি। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৩ ১১:৪৭
Share: Save:

ফুটবল বিশ্বকাপে তাঁর পারফরম্যান্সের পরে সমালোচকরা বলেছিলেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দিন এ বার শেষ। ইউরোপ ছেড়ে সৌদি আরবের ক্লাবে যোগ দেওয়ার পরে সেই সমালোচনা আরও বেড়েছিল। কিন্তু প্যারিস সঁ জরমঁর বিরুদ্ধে জোড়া গোল করেছেন রোনাল্ডো। পুরনো রোনাল্ডোর কিছু ঝলক দেখা গিয়েছে। তার পরেই নিজের প্রিয় তারকার হয়ে ব্যাট ধরলেন বিরাট কোহলি। সমালোচকদের খোঁচা মারলেন তিনি।

মেসি, এমবাপেদের বিরুদ্ধে খেলার পরে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কোহলি লিখেছেন, ‘‘৩৮ বছর বয়সেও ফুটবলের সর্বোচ্চ স্তরে খেলছে। কিন্তু ফুটবল বিশেষজ্ঞরা বসে বসে ওর সমালোচনা করছে। খবরে থাকার জন্য বিশেষজ্ঞদের এই চেষ্টাকে রোনাল্ডো চুপ করিয়ে দিয়েছে। বিশ্বের অন্যতম সেরা দলের বিরুদ্ধে ওর পারফরম্যান্স সব বলে দিচ্ছে। কারা যেন বলেছিল, রোনাল্ডো শেষ হয়ে গিয়েছে!’’

কোহলি বরাবরই রোনাল্ডো-ভক্ত। সিআর৭-এর কাছেই ফিট থাকার মন্ত্র পেয়েছেন তিনি। রোনাল্ডোকে দেখেই নিজেকে ফিট রাখতে এত পরিশ্রম করেন কোহলি। রোনাল্ডোর সমর্থনে এর আগেও অনেক বার মুখ খুলেছেন তিনি। এ বারের বিশ্বকাপ থেকে পর্তুগাল ছিটকে যাওয়ার পরে রোনাল্ডোকে নিয়ে টুইট করেছিলেন তিনি। আরও এক বার মুখ খুললেন বিরাট। সমালোচকদের খোঁচা মারলেন তিনি।

সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দেওয়ার পরে বৃহস্পতিবারই প্রথম মাঠে নেমেছিলেন রোনাল্ডো। প্যারিস সঁ জরমঁর বিরুদ্ধে রিয়াধ অলস্টারের হয়ে খেলেছেন তিনি। ম্যাচ দু’টি গোল করেছেন রোনাল্ডো। পিএসজি-র রক্ষণ বেশ কয়েক বার ভেঙেছেন। বিশ্বকাপের তুলনায় তাঁকে অনেক বেশি ফুরফুরে দেখিয়েছে।

দেশের জার্সিতে হয়তো বিশ্বকাপ জেতার স্বপ্ন অধরা থেকে গিয়েছে রোনাল্ডোর। এ বারের বিশ্বকাপ একেবারেই ভাল যায়নি তাঁর। খারাপ খেলার পাশাপাশি কোচ ফের্নান্দো স্যান্টসের সঙ্গে তাঁর বিবাদ সামনে এসেছে। বিশ্বকাপ শেষে স্যান্টসকে সরিয়ে দিয়েছে পর্তুগাল। নতুন কোচ রোবার্তো মার্তিনেস জানিয়েছেন, রোনাল্ডোর সঙ্গে আলোচনার পরেই তাঁর ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেবেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cristiano Ronaldo Virat Kohli Saudi Arabia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE