Advertisement
১৮ মে ২০২৪
Wahab Riaz

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন পাকিস্তানের ওয়াহাব রিয়াজ

বল করার মধ্যেই পিচের উপর বসে পড়েন রিয়াজ। যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন তিনি। সঙ্গে সঙ্গেই তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

আহত ওয়াহাব রিয়াজ। ছবি: সংগৃহীত

আহত ওয়াহাব রিয়াজ। ছবি: সংগৃহীত

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৫ জুন ২০১৭ ২৩:৪৫
Share: Save:

ভারতের বিরুদ্ধে ম্যাচেই পায়ে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল পাকিস্তানের এই বাঁ হাতি পেসারকে। শেষ পর্যন্ত গোড়ালিতে চোটের জন্য পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন তিনি। রিয়াজ চোট পান ৪৬তম ওভারে। যদিও বল হাতে দলকে সব থেকে বড় কষ্ট তিনিই দিয়েছিলেন। ৮.৪ ওভারে ৮৭ রান দেন রিয়াজ। বল করার মধ্যেই পিচের উপর বসে পড়েন রিয়াজ। যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন তিনি। সঙ্গে সঙ্গেই তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। ব্যাট করতেও নামতে পারেননি। সোমবার স্ক্যান করা হলে জানা যায় চোট গুরুতর। এই চোট সারিয়ে ফিরতে কম করে এক সপ্তাহ সময় লাগবে রিয়াজে। যে কারণেই তাঁর আর ফেরা হবে না চ্যাম্পিয়ন্স ট্রফিতে।

আরও পড়ুন: টুইট শুভেচ্ছায় ভাসছেন যুবরাজ

পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে আইসিসিকে পরিবর্ত প্লেয়ার নেওয়ার ব্যাপারে অনুমতি চেয়ে আবেদন জানানো হয়েছে। একইভাবে চোট পেয়ে তার আগেই মাঠ ছেড়েছিলেন মহম্মদ আমিরও। তবে তাঁর চোট গুরুতর নয়। এর আগে ছিটকে গিয়েছেন ইংল্যান্ডের ক্রিস ওকস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE