Advertisement
১৯ মে ২০২৪
Sports News

রাহানের সুইপটা আকটাতে চেয়েছিলাম: লিয়ঁ

বেঙ্গালুরু টেস্টে বল হাতে প্রথম ইনিংসে আট উইকেট তুলে নিয়ে রেকর্ডে নাম লিখিয়ে ফেলেছিলেন। আর শেষ টেস্টে ধর্মশালার মাঠে সেই নাথান লিয়ঁরই ধাক্কায় শেষ বেলায় বেশ চাপে পড়ে গেল ভারতীয় ব্যাটিং।

রাহানের উইকেট নেওয়ার পর নাথান লিয়ঁ। ছবি: রয়টার্স।

রাহানের উইকেট নেওয়ার পর নাথান লিয়ঁ। ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৭ ২২:৩১
Share: Save:

বেঙ্গালুরু টেস্টে বল হাতে প্রথম ইনিংসে আট উইকেট তুলে নিয়ে রেকর্ডে নাম লিখিয়ে ফেলেছিলেন। আর শেষ টেস্টে ধর্মশালার মাঠে সেই নাথান লিয়ঁরই ধাক্কায় শেষ বেলায় বেশ চাপে পড়ে গেল ভারতীয় ব্যাটিং। এখনও পর্যন্ত প্রথম ওভারে এসেছে চার উইকেট। তৃতীয় দিন পড়ে রয়েছে তাঁর সামনে। টার্গেটটা অবশ্য দিনের শেষে নিজেই জানিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার এই স্পিনার। মাঠে নেমেছিলেন একটাই লক্ষ্য নিয়ে। আটকাতে হবে অজিঙ্ক রাহানের সুইপ শট। আর তাতে সফল লিয়ঁ। রাহানে ৪৬ রানেই প্যাভেলিয়নে ফিরিয়ে দেন লিয়ঁ। বিভিন্ন স্পিডে বল করাটাই রাহানেকে যে আটকাতে পারে সেটা বুঝে গিয়েছিলেন। রাহানের শট নিয়ে যে রীতিমতো পড়াশোনা করেছে অস্ট্রেলিয়া শিবির সেটা প্রমাণ হয়ে গেল লিয়ঁ কথায়। বলেন, ‘‘এটা আমাদের পরিকল্পনা ছিল। যদি ভাল মতো দেখা যায় আমাকে ভারতীয়রা কী ভাবে খেলছে বিশেষ করে রাহানে। ও আমার বলে সব থেকে বেশি সুইপ করে। আমার লক্ষ্য ছিল বলের পরিবর্তন করে ওকে সুইপ করতে না দেওয়া। যেটা কাজে লেগেছে। আমি চা বিরতিতে স্টিভ স্মিথের সঙ্গে কথা বলি এই ব্যাপারে। যেটা কাজে লেগে যায়।’’

আরও খবর: পুল শটটাই কাল হল বললেন লোকেশ রাহুল

দারুণ শুরু করার পর এ ভাবে ভারতীয় ইনিংসের ধসে যাওয়াটা উপভোগ করছেন লিয়ঁ। অস্ট্রেলিয়ার এই স্পিনার তো বুঝিয়েই দিয়েছেন , ভারতের অবস্থাটা তাঁরা দারুণ উপভোগ করছেন। এখানে আসার আগে থেকেই অস্ট্রেলিয়াকে নিয়ে অনেক কথা হয়েছে। অস্ট্রেলিয়া যে বিশ্বের এক নম্বর দলের সঙ্গে এ ভাবে লড়াই দেবে সেটাই কেউ ভাবেনি। কিন্তু শেষ টেস্টের আগে ফল ১-১। যার ফলে লিয়ঁর বিশ্বাস চাপে আসলে রয়েছে ভারতই। লিয়ঁর মতে উইকেটের বিশেষ কোনও পরিবর্তন হয়নি। তিনি বলেন, ‘‘সময়ের সঙ্গে সঙ্গে উইকেটে কিছু পরিবর্তন আসবে। বাউন্স ও স্পিনের বদল হবে। তবে আমার মনে হয় না খুব বেশি কিছু বদল হবে। আমি পুরো দল নিয়ে গর্বিত। সবাই খুব খেটেছে। ভারতের ওপর চাপ সৃষ্টি করাতেই মজা।’’

লিয়ঁকে ঘিরে সতীর্থদের উচ্ছ্বাস।

লাঞ্চের পরেই পরিকল্পনার পরিবর্তন করেন লিয়ঁ। তিনি বলেন, ‘‘লা়ঞ্চের আগে বেশ কয়েকটি ওভার করার পর আমার মনে হয় এই উইকেট অনেকটা আমাদের ঘরের উইকেটের মতো। যেখানে বাউন্স তৈরি করা যায়। বউন্স আমার বোলিংয়ের মূল অস্ত্র। আমি জানি আমি কেমন বল করতে পারি। নিজের সেরাটা দিয়ে বিশ্বের এক নম্বর দলের বিরুদ্ধে চ্যালেঞ্জটা নিতে পেরে দারুণ লাগছে।’’ প্যাট কামিন্স আর জোস হ্যাজেলউডের প্রশংসাও শোনা গিয়েছে তাঁর মুখে। নিজেদের বোলিং নিয়ে খুবই উচ্ছ্বসিত লিয়ঁ। তাঁর মতে দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটিংয়ের সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করে আছে। বলেন, ‘‘ভারতের জন্য বড় চ্যালেঞ্জ আসতে চলেচে। তবে সবটাই নির্ভর করবে আমরা কতক্ষণ ব্যাট করতে পারব তার আর কত রান তুলতে পারব তার উপর নির্ভর করছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Nathan Lyon Ajinkya Rahane India Vs Australia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE