মিনার্ভা পঞ্জাব ০
ইস্টবেঙ্গল ৫ (আনসেলেম-৩, প্লাজা, রবিন)
আই লিগের সব থেকে খারাপ মাঠ। মিনার্ভা পঞ্জাবের বিরুদ্ধে খেলতে নামার আগে এই মাঠে খেলা নিয়েই সংশয় প্রকাশ করেছিলেন ইস্টবেঙ্গল কোচ ট্রেভর জেমস মর্গ্যান। এমন মাঠে চোট, আঘাতের সম্ভাবনা প্রবল। সঙ্গে ভাল ফুটবল খেলাটাও কঠিন। কিন্তু ঘরের মাঠে পঞ্জাব দলের অসহায় আত্মসমর্পনই দেখা গেল। প্রথমার্ধের দু’গোলের পর দ্বিতীয়ার্ধ আরও তিন গোল তুলে নিল লাল-হলুদ ব্রিগেড। নিজের নামের পাশে হ্যাটট্রিকও লিখে নিলেন ওয়েডসন আনসেলেম।