ওয়েস্ট ইন্ডিজ আবার টি২০ বিশ্বকাপ জিততে পারে। কলকাতা শহরে পা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই এই বার্তা দিয়ে দিলেন ক্যারিবিয়ান অধিনায়ক ড্যারেন স্যামি। গতবারের চ্যাম্পিয়নরা হয়তো চ্যালেঞ্জটা নিয়েই নিলেন ভারতের বিরুদ্ধে। প্রথম থেকে ভারতকেই ফেভারিট ধরা হয়েছে। এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর সেটা যেন নিশ্চিত হয়ে গিয়েছে। যেটা অবশ্যই খুব ভালভাবে নেননি গতবারের চ্যাম্পিয়নরা। তাই যেন বুঝিয়ে দিলেন যতই সমস্যা থাক ওয়েস্ট ইন্ডিজ এসেছে জয়ের লক্ষ্যেই। সাংবাদিক সম্মেলনের মাঝে সাংবাদিকের ফোন বেজে ওঠায় তাঁকেও ধমকে দিলেন ক্যারিবিয়ান অধিনায়ক। য্নে কোনওভাবে একাগ্রতা হারাতে চান না তিনি। সে মাঠেই হোক বা মাঠের বাইরে। বিশ্বকাপের প্রস্তুতিটাও তো শুরু করতে হবে ভারতেরই বিরুদ্ধে। তাই সতর্ক পুরো দল।
মাঠের বাইরে নয়, টি-২০ বিশ্বকাপে শুধুমাত্র মাঠেই মন দিতে চায় ওয়েস্ট ইন্ডিজ। সে বোর্ডের সঙ্গে সমস্যাই হোক বা গেইল বিতর্ক, অফ-ফর্ম সরিয়ে বাইশ গজে পুরো শক্তি দিয়ে ঝাঁপাতে মুখিয়ে আছেন তাঁরা। মঙ্গলবার শহরের একটি পাঁচ তারা হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশ আত্মবিশ্বাসী শোনাল দলের অধিনায়ক ড্যারেন স্যামিকে। বলে দিলেন, ‘‘যখন আমার ড্রেসিংরুমের দিকে তাকাই দেখতে পাই অভিজ্ঞতায় ভরপুর। পোলার্ড ও নারিনের অভাব কেউ ঢাকতে পারবে না। কিন্তু যাঁরা রয়েছেন তাঁদের মধ্যে গেইল, ব্র্যাভো, রাসেল, স্যামুয়েলসদের মতো প্লেয়াররা রয়েছে। আমরা একটা টিম হয়ে খেলি। তাই আমার কাজটাও অধিনায়ক হিসেবে সহজ হয়ে যায়।’’
গত কালই শহরে পা রেখেছেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা। বৃহস্পতিবার ইডেনে তাদের প্রথম ওয়ার্ম আপ ম্যাচ ধোনি বাহিনীর বিরুদ্ধে। টুর্নামেন্টের আগে রবিবার শেষ বারের মতো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গা ঘামাবেন তাঁরা।
টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা যে এখানে ভাল ফলের আশা করছে তাও এ দিন শোনা গেল। স্যামি জানিয়েছেন, বোর্ডের সঙ্গে পারিশ্রমিক নিয়ে বার বার ঝামেলা হলেও এখন তা অতীত। এ দেশে ভাল ক্রিকেট খেলতেই চান তাঁরা। স্যামি বলেন, “আমাদের কাছে এটা অনেক বড় সুযোগ।” এ দেশে আসার আগে দুবাইতে টিমের অনেকেই পাকিস্তান সুপার লিগে খেলে এসেছেন। ফলে ম্যাচ প্র্যাকটিসে রয়েছে টিমের প্লেয়াররা। তবে যতই হোক সুনীল নারিনের অনুপস্থিতি কি এক বারও ভাবাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ থিঙ্কট্যাঙ্ককে। সামনাসামনি অন্তত স্যামি বলেছেন, “নারিনের পরিবর্ত খোঁজা মুশকিল বটে।” তবে নারিন না থাকলেও এটাই যে ইন্ডিজদের সেরা টিম তার দাবি করলেন তিনি।
এখানে আসার আগে টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে দুবাইতে বিচ সেশন থেকে শুরু করে ডেজার্ট সাফারি— সবই হয়েছে। স্যামির পাশাপাশি দলের প্রাক্তন অধিনায়ক জেসন হোল্ডারকেও বেশ আত্মবিশ্বাসী সুরে জানিয়েছেন, টিম হিসেবেই মাঠে নামবে তারা। এখন দেখার বাইশ গজে সেই আত্মবিশ্বাস দেখাতে পারেন কি না!
আরও খবর
১০ মার্চ কলকাতায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি