Advertisement
২৬ এপ্রিল ২০২৪
chris gayle

ইউনিভার্স বস থেকে ‘প্রধানমন্ত্রী’, ক্রিস গেল বার্তা দিলেন ইমরান খানকে

ক্রিস গেল।

ক্রিস গেল। ছবি সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২১ ২৩:৪৯
Share: Save:

ইউনিভার্স বস থেকে একেবারে প্রধানমন্ত্রী। সেটাও শুধু একটি দেশের নয়, একেবারে গোটা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের। ক্রিস গেল নিজেকে ‘প্রধানমন্ত্রী’ ঘোষণা করে একটি বার্তা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে।

পাকিস্তান সুপার লিগ খেলতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটার টুইট করেন, ‘‘ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী। একজন ক্রিকেটারকে একটা দেশের প্রধানমন্ত্রী হতে দেখে দারুণ লাগছে। অসাধারণ ব্যাপার। কিন্তু ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আমার জন্য বিষয়টা সম্পূর্ণ আলাদা। আমাদের সবকটা দ্বীপে আলাদা আলাদা প্রধানমন্ত্রী আছেন। কিন্তু আমি গোটা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের আসল প্রধানমন্ত্রী। কারণ আমিই ইউনিভার্স বস। কিন্তু আমাদের প্রত্যেক প্রধানমন্ত্রীর জন্য আমার শ্রদ্ধা এবং ভালবাসা রয়েছে। কারণ আমি এঁদের প্রত্যেকের প্রতিনিধি। কিন্তু ইউনিভার্স কী জানেন তো? আমি প্রধানমন্ত্রীদের প্রধান।’’

সুযোগ পেলেই এরকম মজার টুইট করেন গেল। যখন যে দলের হয়ে খেলেন, সাজঘর মাতিয়ে রাখেন নিজের মতো করে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

pakistan imran khan chris gayle PSL
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE