ইউনিভার্স বস থেকে একেবারে প্রধানমন্ত্রী। সেটাও শুধু একটি দেশের নয়, একেবারে গোটা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের। ক্রিস গেল নিজেকে ‘প্রধানমন্ত্রী’ ঘোষণা করে একটি বার্তা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে।
পাকিস্তান সুপার লিগ খেলতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটার টুইট করেন, ‘‘ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী। একজন ক্রিকেটারকে একটা দেশের প্রধানমন্ত্রী হতে দেখে দারুণ লাগছে। অসাধারণ ব্যাপার। কিন্তু ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আমার জন্য বিষয়টা সম্পূর্ণ আলাদা। আমাদের সবকটা দ্বীপে আলাদা আলাদা প্রধানমন্ত্রী আছেন। কিন্তু আমি গোটা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের আসল প্রধানমন্ত্রী। কারণ আমিই ইউনিভার্স বস। কিন্তু আমাদের প্রত্যেক প্রধানমন্ত্রীর জন্য আমার শ্রদ্ধা এবং ভালবাসা রয়েছে। কারণ আমি এঁদের প্রত্যেকের প্রতিনিধি। কিন্তু ইউনিভার্স কী জানেন তো? আমি প্রধানমন্ত্রীদের প্রধান।’’
সুযোগ পেলেই এরকম মজার টুইট করেন গেল। যখন যে দলের হয়ে খেলেন, সাজঘর মাতিয়ে রাখেন নিজের মতো করে।
Chris Gayle - Universe Prime Minister?
— ESPNcricinfo (@ESPNcricinfo) February 23, 2021pic.twitter.com/XPk2yKeuNc