Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Willis Plaza

ঠিকানা বদলাচ্ছে প্লাজার, ভারত ছেড়ে যাচ্ছেন বাংলাদেশে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের ১১টি ম্যাচের জন্য তাঁকে সই করাচ্ছে বসুন্ধরা। এই মুহূর্তে বসুন্ধরা লিগের প্রথম পর্বের শেষে শীর্ষে রয়েছে।

ভারত ছেড়ে প্লাজার নতুন ঠিকানা বাংলাদেশ। — ফাইল চিত্র।

ভারত ছেড়ে প্লাজার নতুন ঠিকানা বাংলাদেশ। — ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৯ ১৯:৪৭
Share: Save:

বাংলাদেশে খেলবেন উইলিস প্লাজা। আই লিগে চার্চিল ব্রাদার্সের জার্সিতে ২১ টি গোল করেছিলেন ত্রিনিদাদ-টোব্যাগোর স্ট্রাইকার। যুগ্মভাবে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন তিনি। সূত্রের খবর, প্লাজার গোল করার দক্ষতা দেখে বসুন্ধরা কিংসের কর্তারা নড়ে চড়ে বসেন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের ১১টি ম্যাচের জন্য তাঁকে সই করাচ্ছে বসুন্ধরা। এই মুহূর্তে বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বের শেষে শীর্ষে রয়েছে বাংলাদেশের ক্লাবটি। খুব সম্ভবত ৮ মে থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের খেলা।

এখনও অবশ্য দিনক্ষণ স্থির নয়। বসুন্ধরা ছেড়ে দিয়েছে তাদের ব্রাজিলীয় ফুটবলার মর্কোসকে। তাঁর জায়গাতেই প্লাজাকে আনা হচ্ছে বলে খবর।ইস্টবেঙ্গলের হয়ে ১১টি গোল করা ত্রিনিদাদ-টোব্যাগোর স্ট্রাইকার কলকাতা ছেড়ে চলে গিয়েছিলেন চার্চিল ব্রাদার্সে। আলেমাও চার্চিলের সঙ্গে তাঁর সম্পর্ক খুব ভাল। তাঁর সঙ্গে কথা বলেই বাংলাদেশের ক্লাবে যাওয়ার সিদ্ধান্ত নেন প্লাজা। বসুন্ধরার হয়ে ১১টি লিগের ম্যাচ খেলার পরে কী করবেন প্লাজা? জানা গিয়েছে, চার্চিলের সঙ্গে কথা বলেই তিনি পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Willis Plaza Basundhara Kings
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE