রিও ফেরৎ ভারতীয় মহিলা হকি দলের চার সদস্যকে ট্রেনের মেঝেতে বসে ফেরার খবরে যখন তোলপাড়, দেশ তখনই পুরো ঘটনাই অস্বীকার করা হল রেলের তরফে। যখন পুরো দেশে রিও থেকে অ্যাথলিটদের সম্মানে ভরিয়ে দেওয়া হচ্ছে, তখনই রিও থেকে ফিরে বাড়ি ফেরার পথে এমনই বিড়ম্বনার শিকার হতে হয়েছিল তাঁদের। রাঁচি থেকে রাউরকেল্লা ফেরার পথে বোকারো-আলেপ্পি এক্সপ্রেসের টিটিই-র কাছে সিট চাইলেও পাননি ৩৬ বছর পর মহিলা হকিকে অলিম্পিক্সে পৌঁছে দেওয়ার ওই কারিগররা। কিন্তু সামান্য সিটটুকু জুটলো না দীপা, সুনীতাদের। সেই খবর সামনে আসতেই অস্বস্তিতে পড়ে যাওয়া রেল এখন পুরো ঘটনাই অস্বীকার করছে। এক বার্তায় রেলের তরফে বলা হয়েছে, খবরে রিও থেকে ফেরার পর মহিলা হকি দলের চার সদস্যকে নিয়ে বলা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। তাঁদের ট্রেনের মেঝেতে বসতে বাধ্য করা হয়েছে এটা সত্যি নয়। পুরোপুরি মিথ্যে। ওই প্লেয়াদের ট্রেনের টিটিই মেঝেতে বসতে বলেছিলেন, এ কথাও সম্পূর্ণ মিথ্যা।
রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আগে থেকে কোনও রিজার্ভেশন ছাড়াই ওই চার হকি প্লেয়ার ট্রেনে উঠেছিল। যেটা নাকি তাঁদের আগে থেকে করা উচিৎ ছিল। এবং যত দ্রুত সম্ভব তাঁদের সিটের ব্যবস্থা করা হয়েছিল। বলা হয়, যখন নিশ্চিত রিজার্ভেশন ছাড়া তাঁরা ট্রেনে ওঠেন তখন মাত্রা ২০ মিনিটের মধ্যে তাঁদের সিটের ব্যবস্থা করে দিয়েছিলেন টিটিই। প্লেয়াররা তাঁদের পরিবারের সঙ্গে দেখা করতে এতটাই মুখিয়ে ছিল যে পরের নিশ্চিত টিকিটের জন্য অপেক্ষা করেনি।
আরও খবর
এঁরাও অলিম্পিক্সে গিয়েছিলেন, ফিরতে হল ট্রেনের মেঝেতে!
যদিও আগে থেকে এটা নিশ্চিত করা সম্ভব ছিল না কবে দেশে ফিরতে পারবেন তাঁরা। রিওতে গ্রুপ লিগ থেকেই ফিরে আসতে হয়েছে ভারতীয় মহিলা হকি দলকে। যে কারণে অনেকের আগেই ফিরে এসেছিলেন তাঁরা। এমন অবস্থায় আগে থেকে টিকিট করাটা সম্ভব ছিল না।