Advertisement
২৭ এপ্রিল ২০২৪

মহিলা বিশ্বকাপে বাজিমাত ওয়েস্ট ইন্ডিজের

বিশ্বকাপ জিতে গেইলদের রাস্তাটা দেখিয়েই রাখল ওয়েস্ট ইন্ডিজের মহিলা ব্রিগেড। রবিবার ইডেনে মহিলা বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৮ রান তোলেন পেরি, ব্ল্যাকওয়েলরা।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৬ ১৮:২৯
Share: Save:

বিশ্বকাপ জিতে গেইলদের রাস্তাটা দেখিয়েই রাখল ওয়েস্ট ইন্ডিজের মহিলা ব্রিগেড। রবিবার ইডেনে মহিলা বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৮ রান তোলেন পেরি, ব্ল্যাকওয়েলরা। ভিলানি ও অধিনায়ক লানিংয়ের জোড়া হাফ সেঞ্চুরিও প্রতিপক্ষের জন্য বড় লক্ষ্য রাখতে ব্যর্থ। কারণ আর কোনও ব্যাটসম্যানই বড় রানে পৌঁছতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জোড়া উইকেট নেন ডটিন। একটি করে উইকেট ম্যাথুস ও মহম্মদের।

জবাবে ব্যাট করতে এসে তিন বল বাকি থাকতেই মাত্র ২ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। দুই ওপেনা ম্যাথুসের ৬৬ ও টেলরের ৫৯ রানের সুবাদে জয়ের কাছাকাছিই পৌঁছে গিয়েছিলেন ক্যারিবিয়ানরা। শেষ কাজটি করে যান ডটিন। করেন অপরাজিত ১৮ রান। অস্ট্রেলিয়ার হয়ে দু’টি উইকেট নেন ফারেল ও বিমস। ম্যাচের সেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ম্যাথুস ও টুর্নামেন্টের সেরা হয়েছেন সেই দেশেরই টেলর।

আরও খবর

আজ ইডেনে ভারত না থাকলেও আছেন গেইল

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

West Indies Australia Champion wt20
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE