Advertisement
১৯ এপ্রিল ২০২৪

দেশের প্রথম ‘ওয়ার্ল্ড ক্লাস জিমন্যাস্ট’ দীপা কর্মকার

রিও অলিম্পিক্সের আসরে নেমে পড়ার আগে আত্মবিশ্বাসটা যেন এক ধাক্কায় বেড়ে গেল অনেকটাই। তিনি জিমন্যাস্ট দীপা কর্মকার। হঠাৎই এল সুসংবাদ। যা হয়তো এত দ্রুত স্বপ্নেও ভাবেননি আগরতলার মেয়ে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৬ ১৬:৩০
Share: Save:

রিও অলিম্পিক্সের আসরে নেমে পড়ার আগে আত্মবিশ্বাসটা যেন এক ধাক্কায় বেড়ে গেল অনেকটাই। তিনি জিমন্যাস্ট দীপা কর্মকার। হঠাৎই এল সুসংবাদ। যা হয়তো এত দ্রুত স্বপ্নেও ভাবেননি আগরতলার মেয়ে। কিন্তু বিশ্ব জিমন্যাস্টিক ফেডারেশনের একটা চিঠিই ভারতীয় জিমন্যাসটিক্সকে পৌঁছে দিল একটা উচ্চতায়। অতীতে এমন সম্মান পাননি কোনও ভারতীয় জিমন্যাস্ট।বিশ্বমানের জিমন্যাস্ট হয়ে নিজের সঙ্গে সঙ্গে দেশকেও সেই বিরল সম্মান এনে দিলেন দীপা। জিমন্যাসটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার কাছে এই সার্টিফিকেটটি ই-মেলের মাধ্যমে পাঠিয়ে দেয় আন্তর্জাতিক জিমন্যাসটিক ফেডারেশন।

দীপার সার্টিফিকেট।

২০১৫তে ২৪অক্টোবর থেকে ১ নভেম্বর গ্লাসগোতে আর্টিস্টিক জিমন্যাস্টিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফলের বিচারেই এই সম্মান পেলেন দীপা। যেখানে তিনি পঞ্চম হয়েছিলেন। সেরা ৩০ জনকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। পেলেন ‘ওয়ার্ল্ড ক্লাস জিমন্যাস্ট পিন’। যে চিঠি বলা হয়েছে, দীপাকে এই সম্মান যেন বিশেষ কোনও অনুষ্ঠানের মাধ্যমে দেওয়া হয়। দীপার কোচ বিএস নন্দী বলেন, ‘‘এই স্বীকৃতি ইউএস, জাপান, চিনের জিমন্যাস্টদের জন্য খুব স্বাভাবিক। কিন্তু ভারতীয় কোনও জিমন্যাস্টের জন্য এটা অনেক বড়। আমি খুব খুশি হয়েছিলাম যখন ও অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেছিল। আজ আমি ওর জন্য গর্বিত। পুরো ভারতের শুভেচ্ছা রয়েছে ওর সঙ্গে।’’

আরও খবর

এ বার ফুটবল ফ্র্যাঞ্চাইজির মালিক অভিনেতা জিৎ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dipa karmakar Gymnastics World Class gymnast
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE