আটানব্বইয়ের বিশ্বজয়ী ফ্রান্সের তারকা থিয়েরি অঁরি এ বার বেলজিয়ামের কোচিং দলের গুরুত্বপূর্ণ সদস্য। আর সেই বেলজিয়ামের বিরুদ্ধেই ফ্রান্স মঙ্গলবার বিশ্বকাপ সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে। ব্যাপারটা নিয়ে বিদ্রুপ করতে ছাড়লেন না দিদিয়ে দেশঁ-র দলের গুরুত্বপূর্ণ সদস্য অলিভিয়ের জিহু। বললেন, ‘‘থিয়েরিকে আমাদের শত্রু শিবিরে দেখা এক অদ্ভুত অভিজ্ঞতা। আমি গর্ব বোধ করব যদি প্রমাণ করতে পারি যে ও ভুল শিবির বেছে নিয়েছে।’’
বেলজিয়াম ও ফ্রান্স দু’দলকেই এ বার খেতাবের অন্যতম দাবিদার বলা হচ্ছিল। কিন্তু সেমিফাইনালেই দেখা হয়ে যাচ্ছে যুযুধান এই দুই দেশের। জিহু জানিয়েছেন, অঁরি ফ্রান্সের সঙ্গে থাকলেই বেশি খুশি হতেন। বলেছেন, ‘‘আমাদের সঙ্গে থিয়েরি থাকলে কী ভালই না হত। আহা, যদি আমি এবং আমাদের দলের অন্য স্ট্রাইকারেরা ওঁর পরামর্শ পেতাম!’’
এই অঁরিই অতীতে জিহুর সমালোচনা করেছেন, প্রশ্ন তুলেছেন তাঁর যোগ্যতা নিয়ে। জিহু অবশ্য বলেছেন, ‘‘ওঁর সম্পর্কে আমার কোনও খারাপ ধারণা নেই। তা ছাড়া সমালোচনাটা করেছিলেন অনেক বছর আগে। এখন আমার লক্ষ্য মাঠে নেমে ফ্রান্সকে সাহায্য করা। জানি এই ম্যাচটা থিয়েরির কাছেও অসম্ভব গুরুত্বপূর্ণ। আর আমাদের সবাই মঙ্গলবার জয়ের জন্য ক্ষুধার্ত। জবাব যা দেওয়ার মাঠেই দিতে হবে।’’