Advertisement
E-Paper

সমর্থকদের নিয়ে হতাশ গুন্ডোয়ান

একাধিক মানবাধিকার সংস্থা এর্দোয়ানের বিরুদ্ধে তাঁর অপছন্দের সাংবাদিক, আন্দোলকারী ও বিপক্ষের রাজনৈতিক নেতাদের সঙ্গে অমানবিক আচরণের অভিযোগ এনেছে একাধিকবার। সেই জন্যই তাঁর সঙ্গে গান্ডোয়ানের এই ঘনিষ্ঠতা মোটেই পছন্দ হয়নি জার্মান সমর্থকদের।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ জুন ২০১৮ ০৪:৩৪
ছবি: রয়টার্স।

ছবি: রয়টার্স।

খেলার মাঠে কোনও দলের সমর্থকেরা সাধারণত বিপক্ষের খেলোয়াড়দের উদ্দেশে কটূক্তি করে থাকেন। কিন্তু জার্মানির মিডফিল্ডার ইলখাই গুন্ডোয়ানের ক্ষেত্রে ঠিক উল্টোটাই ঘটেছে। তাঁর নিজের দলের সমর্থকেরাই তাঁর উদ্দেশে কটূক্তি করেন সম্প্রতি। সৌদি আরবের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ চলাকালীন এই অভিজ্ঞতা হয় তাঁর। যা নিয়ে বেশ হতাশ ম্যাঞ্চেস্টার সিটির মিডফিল্ডার।

এই ঘটনার পরে গুন্ডোয়ান ফ্রান্সের এক ফুটবল ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘‘এই ঘটনা সহ্য করা যায় না। অন্য দেশের সমর্থকেরা আজে বাজে মন্তব্য ছুড়ে দিলে, তা এড়িয়ে যাওয়া যায়। কিন্তু নিজের দেশের সমর্থকেরাই যদি কটূক্তি করে, তা হলে তা মেনে নিতে খুব কষ্ট হয়।’’ গুন্ডোয়ানের ‘অপরাধ’ কী? তিনি সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এর্দোয়ানের সঙ্গে দেখা করেছিলেন। তাঁকে একবার ‘আমার প্রেসিডেন্ট’-ও বলেন। আসলে তুরস্কের বংশোদ্ভূত এই ফুটবলার গিয়েছিলেন এর্দোয়ানের আমন্ত্রণে। মেসুত ওজিলও সেই অনুষ্ঠানে গিয়েছিলেন। গুন্ডোয়ান বলেছেন, ‘‘ইংলিশ প্রিমিয়ার লিগে তুরস্কের বংশোদ্ভূত যত ফুটবলার আছে, তাদের এক অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিল একটি সংস্থা। সেই অনুষ্ঠানেই দেখা হয় প্রেসিডেন্টের সঙ্গে। সেই অনুষ্ঠানের ছবিই বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে। যার জেরে জার্মানির লোকেরা আমাকে এখন ভুল বুঝছে।’’

একাধিক মানবাধিকার সংস্থা এর্দোয়ানের বিরুদ্ধে তাঁর অপছন্দের সাংবাদিক, আন্দোলকারী ও বিপক্ষের রাজনৈতিক নেতাদের সঙ্গে অমানবিক আচরণের অভিযোগ এনেছে একাধিকবার। সেই জন্যই তাঁর সঙ্গে গান্ডোয়ানের এই ঘনিষ্ঠতা মোটেই পছন্দ হয়নি জার্মান সমর্থকদের। কিন্তু গান্ডোয়ানের বক্তব্য, তুরস্কের বংশোদ্ভূত জার্মান নাগরিকেরা এই দেশের জন্য অনেক কিছু করেছেন। তিনি বলেন, ‘‘আমরা এই দেশের জন্য কম করিনি। যে হেতু আমাদের জন্ম তুরস্কের বংশোদ্ভূত পরিবারে, তাই সেই দেশের সঙ্গে আমাদের যোগাযোগ এখনও রয়েছে। কিন্তু তার মানে এই নয় যে, জার্মানির প্রেসিডেন্টকে আমরা আমাদের প্রেসিডেন্ট মনে করি না। কখনওই আমরা দুই দেশের মধ্যে কোনও রাজনৈতিক বিভাজনে বিশ্বাস করি না। তা সত্ত্বেও যখন জার্নারি হয়ে মাঠে নেমে এ ভাবে অপমানিত হতে হয়, তখন খুব কষ্ট হয়।’’

সৌদি আরবের বিরুদ্ধে ম্যাচে সে দিন তিনি বল পেলেই গ্যালারি থেকে তাঁর উদ্দেশে ভেসে এসেছে নানা কটূক্তি। যা নিয়ে ম্যাচের পরে ক্ষোভও প্রকাশ করেন জার্মানির কোচ ওয়াকিম লো। দলের মধ্যেও এই নিয়ে আলোচনা হয়েছে বলে জানান গুন্ডোয়ান।

Football FIFA World Cup 2018 Germany Ilkay Gundogan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy