Advertisement
১৯ এপ্রিল ২০২৪
বিশ্বচ্যাম্পিয়নদের উদ্বেগের প্রহর, অধিনায়কের ফিটনেস পরীক্ষা

নয়্যারের ভাগ্য ঠিক হবে কাল

জার্মানির অনুশীলনে দ্বিতীয় গোলকিপার মার্ক-আন্দ্রে টার স্টেগানের প্রতি কোচের যথেষ্টই নজর দেওয়া দেখে মনে হচ্ছে, বিকল্পও তৈরি রাখতে চাইছেন তিনি।

অপেক্ষা: রাশিয়া বিশ্বকাপে তিনি কি খেলতে পারবেন? জার্মানি অধিনায়ক ম্যানুয়েল নয়্যারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে রবিবার। নয়্যার অনুশীলন করছেন দলের সঙ্গে, শনিবার প্রস্তুতি ম্যাচেও তাঁকে খেলাবেন লো। ছবি: গেটি ইমেজেস

অপেক্ষা: রাশিয়া বিশ্বকাপে তিনি কি খেলতে পারবেন? জার্মানি অধিনায়ক ম্যানুয়েল নয়্যারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে রবিবার। নয়্যার অনুশীলন করছেন দলের সঙ্গে, শনিবার প্রস্তুতি ম্যাচেও তাঁকে খেলাবেন লো। ছবি: গেটি ইমেজেস

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ জুন ২০১৮ ০৪:২২
Share: Save:

ম্যানুয়েল নয়্যার বিশ্বকাপে খেলতে পারবেন কি না, সেই সিদ্ধান্ত হয়ে যাবে রবিবারেই। জার্মানির কোচ ওয়াকিম লো এই কথা জানিয়েছেন। আট মাস ধরে চোটের জন্য ফুটবলের বাইরে বিশ্বের অন্যতম সেরা গোলকিপার। আজ, শনিবার অস্ট্রিয়ার বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচে লো খেলাচ্ছেন নয়্যারকে। বিশ্বকাপের আগে এটাই শেষ ফ্রেন্ডলি ম্যাচ জার্মানির। এই ম্যাচেই নয়্যারের ভাগ্য নির্ধারণ হয়ে যাবে।

‘‘সম্ভবত রবিবার রাতেই নয়্যারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে,’’ বলেছেন লো। তবে সঙ্গে এ-ও যোগ করেছেন যে, ‘‘নয়্যারকে নিয়ে এই মুহূর্তে কোনও সমস্যা নেই। আমি ওর সঙ্গে কথা বলব। সম্ভবত শনিবারের ফ্রেন্ডলিতে ওকে খেলানো হবে।’’ পাশাপাশি, জার্মানির কোচ জানিয়ে দিয়েছেন, নয়্যারকে তিনি রাশিয়া নিয়ে যাবেন শুধুমাত্র এক নম্বর গোলকিপার হিসেবেই। তার মানে বিশ্বকাপে প্রথম ম্যাচের আগে নয়্যার সম্পূর্ণ ফিট হয়ে যাবেন, নিশ্চিত হলে তবেই তাঁকে দলে রাখবেন লো।

জার্মানির অনুশীলনে দ্বিতীয় গোলকিপার মার্ক-আন্দ্রে টার স্টেগানের প্রতি কোচের যথেষ্টই নজর দেওয়া দেখে মনে হচ্ছে, বিকল্পও তৈরি রাখতে চাইছেন তিনি। পায়ের পাতায় চোট পেয়ে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছে নয়্যারকে। তবে বিশ্বকাপের মহড়ায় কয়েকটি প্রস্তুতি ম্যাচে ভাল খেলেছেন তিনি। সোমবারের মধ্যে ফিফার কাছে চূড়ান্ত দল জমা দিতে হবে দলগুলিকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE