Advertisement
২৮ মার্চ ২০২৩
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ
Sport News

জিহুর চোট নিয়ে জল্পনা ওড়ালেন কোচ

রবিবার রাশিয়া উড়ে যাওয়ার আগে শেষ প্রস্তুতি ম্যাচে শনিবার লিয়ঁ-তে মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছিল ফ্রান্স। যে ম্যাচ শেষ হয় ১-১। প্রথমার্ধের শেষ দিকে জুলিয়ান গ্রিনের গোলে এগিয়ে গিয়েছিল মার্কিনরা।

সুস্থ: বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই খেলতে পারেন জিহু। ছবি: এএফপি।

সুস্থ: বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই খেলতে পারেন জিহু। ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ জুন ২০১৮ ০৪:৩৮
Share: Save:

মার্কিন যুক্তরাষ্ট্র ১ • ফ্রান্স ১

Advertisement

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেলতে নেমে মাথায় বড়সড় চোট পেলেন ফরাসি স্ট্রাইকার অলিভিয়ের জিহু। যার ফলে ফরাসি ফুটবল সমর্থকদের মধ্যে আশঙ্কা, প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিহুকে সুস্থ অবস্থায় পাওয়া যাবে কি না। যদিও ফরাসি কোচ দিদিয়ে দেশঁ আশাবাদী, প্রথম ম্যাচ থেকেই খেলবেন জিহু।

রবিবার রাশিয়া উড়ে যাওয়ার আগে শেষ প্রস্তুতি ম্যাচে শনিবার লিয়ঁ-তে মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছিল ফ্রান্স। যে ম্যাচ শেষ হয় ১-১। প্রথমার্ধের শেষ দিকে জুলিয়ান গ্রিনের গোলে এগিয়ে গিয়েছিল মার্কিনরা। কিন্তু দ্বিতীয়ার্ধে সমতা ফেরান কিলিয়ান এমবাপে।

৫৮ মিনিটে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার ম্যাট মিয়াজ়গা-র সঙ্গে সংঘর্ষে মাথায় গুরুতর চোট পান জিহু। মার্কিন যুক্তরাষ্ট্র বক্সে হেড করার জন্য শূন্যে লাফিয়েছিলেন জিহু। মার্কিন গোলকিপার জ়াক স্টেফান শূন্যেই জিহুকে ধাক্কা মারলে মিয়াজ়গার সঙ্গে মাথায় ঠোকাঠুকি হয় এই ফরাসি ফুটবলারের। তাঁর এবং মিয়াজ়গা—দু’জনের মাথাই ফেটে যায়। ঝরঝর করে রক্ত পড়তে থাকে জিহুর মাথা থেকে। চিকিৎসকরা মাঠে ঢুকে ব্যান্ডেজ করার পরেও প্রায় পাঁচ মিনিট মাঠেই শুয়েছিলেন এই ফরাসি ফুটবলার। তাঁর জায়গায় মাঠে নামেন উসমান দেম্বেলে।

Advertisement

এর পরেই বিশ্বকাপে জিহুকে প্রথম ম্যাচ থেকে পাওয়া যাবে কি না তা নিয়ে জল্পনা বাড়তে থাকে। কারণ, ফরাসি কোচ দেশঁ-র পছন্দের ফর্মেশন ৪-৩-৩। যে ছকে তাঁর তুরুপের তাস জিহু। কারণ, তিনিই এই ফরাসি দলের প্রকৃত স্ট্রাইকার। সেই জিহু বিশ্বকাপের শুরু থেকেই না খেলতে পারলে সমস্যা বড়তে ফ্রান্সের।

তবে রবিবার সকালেই রাশিয়ার উদ্দেশে উড়ে যাওয়ার আগে ফরাসি কোচ বলে যান, ‘‘অস্ট্রেলিয়া ম্যাচের আগে জিহুর সুস্থ না হওয়ার কোনও কারণ দেখছি না। সংঘর্ষে মাথায় ছয় সেন্টিমিটার গভীর ক্ষত তৈরি হয়েছিল। কিন্তু ড্রেসিংরুমে ক্ষতস্থানে সেলাই করা হয়। আপাতত সুস্থই রয়েছে ও। আশা করছি প্রথম ম্যাচের আগেই জিহু সুস্থ হয়ে যাবে।’’

জিহুও এ দিন দলের সঙ্গে রাশিয়া উড়ে গিয়েছেন। তবে মাথায় ব্যান্ডেজ বাধা রয়েছে তাঁর। অতিরিক্ত রক্তপাত হওয়ায় কিছুটা দুর্বল রয়েছেন বলে জানিয়েছেন, ফরাসি দলের সঙ্গে যাওয়া চিকিৎসকদের দল।

জিতল স্পেন: বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচ জিতল স্পেনও। রাশিয়ার দক্ষিণের শহর ক্রাসনাদোর-এ শনিবার রাতে জুলেন লোপেতেগির দল তিউনিজ়িয়াকে হারাল ১-০। শেষ মুহূর্তে, খেলা শেষ হওয়ার ছয় মিনিট আগে গোল করে স্পেনকে জেতান পরিবর্ত হিসেবে মাঠে নামা ইয়াগো আস্পাস। এই ম্যাচ জেতায় টানা কুড়ি ম্যাচ অপরাজিত রইল স্পেন।

তবে তিউনিজ়িয়ার বিরুদ্ধে ইনিয়েস্তা, বুস্কেতস-সহ প্রথম দলের নয় জন তারকাকে খেলিয়েও প্রথমার্ধে কোনও গোল পায়নি স্পেন। উল্টে এই সময় জেরার পিকে এবং সের্খিয়ো র‌্যামোসদের ভুলভ্রান্তির সুযোগে গোলের দরজা প্রায় খুলে ফেলেছিলেন তিউনিজ়িয়ার ফরোয়ার্ড নায়িম স্লিতি। দাভিদ দ্য হিয়া তৎপর থাকায় গোল খায়নি স্পেন।

শুক্রবার সোচিতে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্পেন। প্রতিপক্ষ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। অন্য দিকে, ১৮ জুন তিউনিজ়িয়া প্রথম ম্যাচ খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.