মেক্সিকোয় শ্যুটিং বিশ্বকাপে দ্বিতীয় সোনা পেল ভারত। দশ মিটার এয়ার পিস্তল বিভাগে চ্যাম্পিয়ন ভারতের মানু ভাকের। ২০১৮ যুব অলিম্পিক্সে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছেন ভারতের এই ১৬ বছর বয়সি শ্যুটার। তার সুবাদেই পদকের তালিকায় এখন শীর্ষে রয়েছে ভারত। যার মধ্যে দু’টি সোনা ও তিনটি ব্রোঞ্জ।
দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন আলেজান্দ্রা জাভালা-কে হারিয়েছে মানু। ২৪টি শটের ম্যাচে মানুর স্কোর ২৩৭.৫। অন্য দিকে জাভালার সংগ্রহ ২৩৭.১ পয়েন্ট। শেষ শটে মানুকে জাভালাকে হারাতে গেলে ১.৪ পয়েন্টের পার্থক্য মেটাতে হতো। প্রবল চাপের মধ্যেই নিজের লক্ষ্য থেকে সরেনি মানু। শেষ শটে মানুর পয়েন্ট দাঁড়ায় ১০.৬। জাভালা পান ৮.৮।
চ্যাম্পিয়ন হওয়ার পরে মানু বলেছে, ‘‘এ রকম একটা ফল করতে পারব আশা করিনি। বিশ্বকাপে প্রথম বার খেলতে নেমেই পদক পাব ভাবিনি। এখানেই থামনে চলবে না, আসন্ন টুর্নামেন্টগুলোয় আরও ভাল পারফর্ম করতে হবে।’’