Advertisement
১৭ মে ২০২৪

শেষ বলে জয় ভারতের, সমানে সমানে লড়াই দিল বাংলাদেশ

১ রানে দুরন্ত জয় ভারতের। শেষ বলে বাংলাদেশের থেকে জয় ছিনিয়ে নিল ভারত। শেষ ওভারে বল করতে এসেছিলেন হার্দিক পাণ্ড্যে। প্রথমেই তাঁর ওভারে পর পর দুটো বাউন্ডারি মেরে বাংলাদেশকে লড়াইয়ে ফিরিয়ে আনেন মুশফিকুর। তার পর দু’বল বাকি থাকতে মুশফিকুর ও ১ বল বাকি থাকতে প্যাভেলিয়নে ফেরেন মাহমুদুল্লাহ।

শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৬ ১৯:২৬
Share: Save:

১ দুরন্ত জয় ভারতের। শেষ বলে বাংলাদেশের থেকে জয় ছিনিয়ে নিল ভারত। শেষ ওভারে বল করতে এসেছিলেন হার্দিক পাণ্ড্যে। প্রথমেই তাঁর ওভারে পর পর দুটো বাউন্ডারি মেরে বাংলাদেশকে লড়াইয়ে ফিরিয়ে আনেন মুশফিকুর। তার পর দু’বল বাকি থাকতে মুশফিকুর ও ১ বল বাকি থাকতে প্যাভেলিয়নে ফেরেন মাহমুদুল্লাহ। শেষ বলে তখন দরকার ২ রান। ১ রান নিলেই ম্যাচ গড়ানোর কথা সুপার ওভারে। কিন্তু হার্দিকের ডট বল ব্যাটে লাগাতে ব্যর্থ হন মুস্তাফিজুর। রান নিতে গিয়ে আউট হন তিনি। ১ রানে ম্যাচ জিতে নেয় ভারত।

• শেষ বলে ১ রানে জয় তুলে নিল ভারত। বাংলাদেশের হার।

• আউট......

• রান আউটের আবেদন।

• শেষ ওভারে অসাধারণ বল হার্দিকের।

• ১ বলে ২ রান দরকার বাংলাদেশের। হাতে রয়েছে ২ উইকেট।

• ব্রিলিয়ান্ট ক্যাচ জাদেজার। আউট মাহমুদুল্লাহ।

• ব্যাট করতে এলেন শুভাগত হোম।

• ২ বলে দরকার ২ রান। হাতে রয়েছে ৩ উইকেট।

• হার্দিকের বলে শিখর ধবনকে ক্যাচ দিয়ে ফিরলেন মুশফিকুর।

• মুশফিকুর আউট...

• ৩ বলে ২ রান দরকার।

• আবার বাউন্ডারি। এবার ধোনির মাথার উপর দিয়ে।

• হার্দিকের সঙ্গে কথা বলে গেলেন নেহরা।

• ৪ বলে ৬ রান দরকার বাংলাদেশের। হাতে রয়েছে ৪ উইকেট।

• হার্দিককে বাউন্ডারি মুশফিকুরের।

• আবার আলোচনায় হার্দিক-ধোনি।

• তার আগে নেহরা, ধোনি ও পাণ্ড্য নিজেদের মধ্যে আলোচনা করে নিলেন।

• বল করতে এসেছেন বুমরাহ।

• ১৯ ওভারে বাংলাদেশ ১৩৬/৬।

• শেষ ওভারে বাংলাদেশের চাই ১১ রান।

• নট আউট।

• রান আউটের আবেদন।

• ১২ বলে বাংলাদেশের দরকার ১৭ রান। হাতে রয়েছে ৪ উইকেট।

• ১৮ ওভারে বাংলাদেশ ১৩০/৬।

• এই ওভারে ১০ রান নিল বাংলাদেশ।

• মুশফিকুর এসেই আশিস নেহরাকে বাউন্ডারির বাইরে পাঠালেন।

• আশিস নেহরার বলে বিরাট কোহলিকে ক্যাচ তুলে ফিরলেন সৌম্য।

• সৌম্য সরকার আউট।

• নেহরাকে সৌম্য সরকারে বাউন্ডারি। ২১ রানে ব্যাট করছেন সৌম্য।

• ১৭ ওভারে বাংলাদেশ ১২০/৫।

• ১৪ রানে ব্যাট করছেন সৌম্য সরকার।

• ২৪ বলে ৩৪ রান দরকার বাংলাদেশের।

• ১৬ ওভারে বাংলাদেশ ১১৩/৫।

• জাদেজার বলে সৌম্য সরকারের ওভার বাউন্ডারি।

• ১৫ ওভারে বাংলাদেশ ১০৪/৫।

• জাদেজার অনবদ্য ফিল্ডিং। নেহরার বলে সৌম্য শট বাঁচালেন।

• ১০০ রান বাংলাদেশের।

• বল হাতে ফিরলেন নেহরা।

• ১৪ ওভারে বাংলাদেশ ৯৯/৫।

• ৩৯ বলে বাংলাদেশকে করতে হবে ৪৮ রান। হাতে রয়েছে ৫ উইকেট।

• বল করছেম জাদেজা।

• অশ্বিন এই ওভারে মাত্র এক রান দিয়ে নিলেন একটি উইকেট।

• ১৩ ওভারে বাংলাদেশ ৯৬/৫।

• নিয়মিত ওপেনার সৌম্য আজ নামলেন সাত নম্বরে।

• ব্যাট করতে এলেন সৌম্য সরকার।

• অশ্বিনের বলে রায়নাকে ক্যাচ দিয়ে ২২ রান করে ফিরলেন সাকিব।

• সাকিব আল হাসান আউট।

• ১২ ওভারে বাংলাদেশ ৯৫/৪।

• জাদেজাকে সাকিবের ওভার বাউন্ডারি।

• ১৫ রানে ব্যাট করছেন সাকিব।

• সাকিবের সঙ্গে ব্যাট করতে এলেন মাহমুদুল্লাহ।

• জাদেজার বলে বোল্ড মাশরাফি। করলেন মাত্র ৬ রান।

• ১১ ওভারে বাংলাদেশ ৮৭/৩।

• পাণ্ড্যর বলে সাকিবের ছক্কা।

• পাণ্ড্যর বলে সাকিবের ক্যাচ পেললেন অশ্বিন।

• ১০ ওভারে বাংলাদেশ ৭৭/৩।

• এসেই রায়নাকে ছক্কা হাঁকালেন মাশরাফি।

২৬ রান করে রায়নার বলে স্টাম্প হলেন সাব্বির।

• সাব্বির রহমান আউট।

• বল করছেন রায়না।

• ৯ ওভারে বাংলাদেশ ৬৭/২।

• বল করছেন পাণ্ড্য।

• ব্যাট করতে এসেছেন সাকিব। ক্রিজে রয়েছেন সাব্বির।

• ৮ ওভারে বাংলাদেশ ৫৬/২।

• জাদেজার বলে ৩৫ রান করে স্টাম্প হলেন তামিম।

• আউট তামিম ইকবাল।

• ৭ ওভারে বাংলাদেশ ৫৩/১।

• বল করতে এসেছেন জাদেজা।

• ৬ ওভারে বাংলাদেশ ৪৫/১।

• তামিমের ক্যাচ ফেলে পর পর চারটি বাউন্ডারিও হজম করলেন বুমরাহ।

• চতুর্থ বাউন্ডারি তামিমের।

• আবার বাউন্ডারি। সেই বুমরাহ সেই তামিম।

• বুমরাহকে আবার বাউন্ডারি তামিমের।

• বুমরাহকে বাউন্ডারি তামিমের।

• ৫ ওভারে বাংলাদেশ ২৯/১।

• পরেই অশ্বিনকে ছক্কা হাঁকালেন সাব্বির রহমান।

• অশ্বিনের বলে তামিমের নিশ্চিত ক্যাচ ফেললেন বুমরাহ।

• ১৪ রানে ব্যাট করছেন তামিম ও ৫ রানে সাব্বির।

• ৪ ওভারে বাংলাদেশ ২০/১।

• এই ওভারে মাত্র দু’রান দিয়ে এক উইকেট নিলেন অশ্বিন।

• ৩ ওভারে বাংলাদেশ ১২/১।

• তামিমের সঙ্গে ব্যাট করতে এলেন সাব্বির রহমান।

• বাউন্ডারিতে হার্দিক পাণ্ড্যকে ক্যাচ দিয়ে মাত্র ১ রান করে ফিরলেন মিঠুন।

• রবিচন্দ্রন অশ্বিনের বলে আউট মহম্মদ মিঠুন।

২ ওভারে বাংলাদেশ ১০/০।

• ছন্দে না থাকা সৌম্য সরকারকে হয়তো পরে ব্যবহার করবেন মাশরাফি।

• আজ বাংলাদেশের হয়ে ওপেন করতে এসেছেন তামিম ইকবাল ও মহম্মদ মিঠুন।

• বল করতে এসেছেন বুমরাহ।

• ১ ওভারে বাংলাদেশ ৭/০।

• নিজের বলেই তামিম ইকবালের ক্যাচ ফেললেন নেহরা।

• নেহরার প্রথম বলেই বুমরাহর মিস ফিল্ডিংয়ে বাউন্ডারি পেয়ে গেল বাংলাদেশ।

• আশিস নেহরার সঙ্গে সংঘর্ষে আহত তামিম ইকবাল।

• বাংলাদেশের ব্যাটিং শুরু।

শুরুটা বেশ খারাপ। শেষটাও ভাল হল না। ভারতের ব্যাটিং তেমনভাবে দাঁড়াতেই পারল না বাংলাদেশ বোলিংয়ের সামনে। পর পর উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ভারত থামল ১৪৬ রানে। এদিন বিরাট কোহলির ব্যাট থেকে এল না বড় রান। ২৪ বলে করলেন ২৪ রান। সুরেশ রায়নার ব্যাট থেকে এল ব্যাক্তিগত সর্বোচ্চ ৩০ রান।

• ২০ ওভারে ভারত ১৪৬/৭।

• মুস্তাফিজুরকে অশ্বিনের বাউন্ডারি।

• ব্যাট করতে এলেন অশ্বিন।

• মুস্তাফিজুরের বলে ছিটকে গেল জাদেজার স্টাম্প। করলেন ১২ রান।

• রবীন্দ্র জাদেজা আউট...

• ধোনি ব্যাট করছেন ৯ রানে ও জাদেজা ১২ রানে।

• ১৯ ওভারে ভারত ১৩৭/৬।

• জাদেজার জোড়া বাউন্ডারি আল আমিনকে।

• ধোনির বাউন্ডারি আল আমিনকে।

• এখনও পর্যন্ত মাশরাফি ছাড়া বল হাতে উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশের সব বোলারই। তার মধ্যে জোড়া উইকেট আল আমিনের।

• ১৮ ওভারে ভারত ১২৩/৬।

• বল করছেন মুস্তাফিজুর।

• ব্যাট করতে এলেন রবীন্দ্র জাদেজা।

• ১৭ ওভারে ভারত ১১৮/৬।

• মাহমুদুল্লার বলে আল আমিনকে ক্যাচ দিয়ে মাত্র ৩ রান করে আউট যুবরাজ।

• যুবরাজ আউট...

• ১৬ ওভারে ভারত ১১৪/৫। এই ওভারে মাত্র ২ রানই পেল ভারত।

• ১৫ ওভারে ভারত ১১২/৫।

• ব্যাট করছেন ধোনি ও যুবরাজ।

• আল আমিন হোসেন হ্যাটট্রিকের সামনে।

• সৌম্য সরকারের অসাধারণ ক্যাচ। আল আমিন হোসেনের বলে।

• হার্দিক পাণ্ড্য আউট।

• আল আমিন হোসেনের বলে সাব্বির রহমানকে ক্যাচ তুলে দিলেন রায়না। ২৩ বলে ৩০ রান করলেন তিনি।

• সুরেশ রায়না আউট।

• ১৫ ওভারে ভারত ১১২/৩।

• সাকিবকে পর পর বাউন্ডারি হার্দিক পাণ্ড্য।

• ১৪ ওভারে ভারত ১০১/৩।

• এসেই ছক্কা হাঁকালেন।

• ব্যাট করতে এলেন হার্দিক পাণ্ড্য।

• শুভাগত হোমের বলে বোল্ড হলেন কোহলি।

• পরের বলেই আউট বিরাট।

• শুভাগত হোমকে বিরাট কোহলির ওভার বাউন্ডারি।

• শুভাগত হোমকে রায়নার বাউন্ডারি।

১৩ ওভারে ভারত ৮৪/২

• ভাল ফিল্ডিং বাংলাদেশের।

• ২০ রানে ব্যাট করছেন সুরেশ রায়না ও ১৬ রানে বিরাট কোহলি।

• ১২ ওভারে ভারত ৭৯/২।

• ১১ ওভারে ভারত ৭৩/২।

• আল আমিনকে সুরেশ রায়নার জোড়া ছক্কা।

• বিরাট কোহলির ক্যাচ ফেললেন আল আমিন নিজের বলেই।

• ১০ ওভারে ভারত ৫৯/২।

• গ্যালারিতে পোস্টার হাতে সুন্দরী। তাতে লেখা, "Marry me Virat".

• রান রেট খুবই কম। ৫.৭৮।

• রায়না ও কোহলিকে এখন ক্রিজে টিকে থাকতে হবে সঙ্গে রানও তুলতে হবে।

• ৯ ওভারে ভারত ৫২/২।

• ৮ ওভারে ভারত ৪৯/২।

• বল করছেন মাশরাফি।

• ব্যাট করতে এলেন সুরেশ রায়না।

• আবারও বিরাটের দিকে তাকিয়ে থাকতে হবে বড় রানের জন্য।

• ৭ ওভারে ভারত ৪৫/২।

• সাকিবের বলে এলবিডব্লু শিখর। ২২ বলে করলেন ২৩ রান।

• শিখর ধবন আউট।

• শিখর ধবনের সঙ্গে ব্যাট করতে এলেন বিরাট কোহলি।

• ৬ ওভারে ভারত ৪২/১।

• মুস্তাফিজুরের বলে সাব্বির রহমানকে ক্যাচ তুলে দিলেন রোহিত শর্মা। ১৬ বলে করলেন ১৮ রান।

• রোহিত শর্মা আউট।

• মুস্তাফিজুরকে এবার ছক্কা শিখর ধবনের।

• মুস্তাফিজুরকে ছক্কা রোহিত শর্মার।

• ৫ ওভারে ভারত ২৭/০।

• রান হওয়া থেকে অল্পের জন্য বাঁচলেন ধবন।

• সাকিব আল হাসান এসেছেন বল করতে।

• ৪ ওভারে ভারত ২৩/০।

• মুস্তাফিজুর রহিমকে শিখর ধবনের বাউন্ডারি।

• ৩ ওভারে ভারত ১৭/০।

• আল আমিন হোসেনকে বাউন্ডারি রোহিত শর্মার।

• ২ ওভারে ভারত ৯/০।

• শুভাগত হোমকে বাউন্ডারি ধবনের।

• দ্বিতীয় ওভারে বল করতে এসেছেন শুভাগত হোম।

• ভারত-বাংলাদেশ ম্যাচে ধারাভাষ্য দিচ্ছেন শাহরুখ খান। সঙ্গে রয়েছেন শোয়েব আখতার।

• ১ ওভারে ভারত ৫/০।

• বল করছেন মাশরাফি মোর্তাজা।

• ব্যাট করতে এসেছেন শিখর ধবন ও রোহিত শর্মা।

• খেলা শুরু।

টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠাল বাংলাদেশ। বাংলাদেশ দলে ফিরেছেন তামিম ইকবাল। দুই দলই মুখিয়ে রয়েছে জয়ের জন্য। বাংলাদেশের সামনে প্রথম জয় তুলে নেওয়ার লক্ষ্য আর ভারতের সামনে সেমিফাইনালে যাওয়ার লড়াই। এমন অবস্থায় লড়াই হবে হাড্ডাহাড্ডি। এমনিতেই ভারত-পাকিস্তান ম্যাচের মতো এখন ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়েও উত্তাপ ছড়ায় দুই দেশে, দুই দেশের সমর্থকদের মধ্যে। সেই লড়াই দেখতেই আজ চোখ রাখতে হবে বেঙ্গালুরতে।

আরও খবর

ইংল্যান্ডের কাছে ১৫ রানে হার আফগানিস্তানের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India Bangladesh Cricket wt20
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE