তিনি বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড়। শেষ তিনটি খেতাব পকেটে পুরে এই মুহূর্তে তিনি মোট ১৫টি গ্রান্ডস্ল্যামের মালিক। সেই নোভাক জকোভিচ যখন নিজের ইনস্টাগ্রামে কোনও পোস্ট করেন, তা নিয়ে নেট দুনিয়ায় হইচই পড়াটাই স্বাভাবিক।
শুক্রবার সকালে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ছবি প্রকাশ করেছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে, একাধিক লেবু গাছ। সেখানে ঝুলছে হলুদ রঙের লেবু। জকোভিচকে ছবিতে দেখা যাচ্ছে, গাছে ঝুলে থাকা লেবু খাওয়ার ভঙ্গিমায়।
এই ছবি পোস্ট করে বেশ মজাদার একটি কথা লিখেছেন জকোভিচ। তিনি লিখেছেন, ‘‘যখন জীবন আমাদের লেবু দিয়েছে, তখন লেমনেডের জন্য অপেক্ষা করা উচিত নয়।’’ তাঁর এই কথাটা বেশ মনে ধরেছেন নেটিজেনদের। আসলে ওই পোস্টের মাধ্যমে লেবুর গুনাগুনের কথা বলেছেন টেনিসের এক নম্বর তারকা।
When life gives you lemons.. don’t wait for the lemonade 🍋😃🙌
গাছ থেকে লেবু খাওয়ার এই ছবিটি তোলা হয়েছে ক্যালিফোর্নিয়ায়। বিএনপি পারিবাস ওপেন খেলার জন্য বর্তমানে সেখানেই আছেন এই সার্বিয়ান তারকা।
আরও পড়ুন: স্ত্রীর জন্মদিনের পার্টিতে চমক দিলেন যুবরাজ