Advertisement
০৫ মে ২০২৪

টি-টোয়েন্টিতে মজে, টেস্ট নিয়ে ভাবছেন না

আড়াই মাস পর টেস্টে ফিরছেন। পার্থিব পটেলের সঙ্গে তাঁর লড়াইটা বেশ জমজমাট হয়ে উঠেছিল সম্প্রতি। সেই লড়াইয়ে পার্থিবকে বেশ কিছুটা পিছনে ফেলে ফের টেস্ট দলে জায়গা করে নিয়েছেন ঋদ্ধিমান সাহা।

ইডেনে মেয়েকে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি ঋদ্ধি। -নিজস্ব চিত্র

ইডেনে মেয়েকে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি ঋদ্ধি। -নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:৪০
Share: Save:

আড়াই মাস পর টেস্টে ফিরছেন। পার্থিব পটেলের সঙ্গে তাঁর লড়াইটা বেশ জমজমাট হয়ে উঠেছিল সম্প্রতি। সেই লড়াইয়ে পার্থিবকে বেশ কিছুটা পিছনে ফেলে ফের টেস্ট দলে জায়গা করে নিয়েছেন ঋদ্ধিমান সাহা। আগামী সপ্তাহে হায়দরাবাদে বাংলাদেশের বিরুদ্ধে নামছেন তিনি। সব কিছু ঠিকঠাক চললে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্টের সিরিজেও তাঁর দলে থাকা প্রায় পাকা। সেই সম্ভাবনা তৈরি হয়ে গেলেও ঋদ্ধি কিন্তু এখনই নিজেকে টেস্ট মোডে নিয়ে যেতে রাজি নন।

বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট আর ক’দিনই বা বাকি? হায়দরাবাদে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এই টেস্ট। কিন্তু ঋদ্ধিমান সাহা আপাতত টি-টোয়েন্টি মোডেই রয়েছেন একশো শতাংশ। বুধবার ইডেনে ৪৫ বলে ৭৪ রানের ইনিংস খেলে বলেও দিলেন, ‘‘আপাতত আমি টেস্ট নিয়ে ভাবছি না, আমার মাথায় শুক্রবারের টি-টোয়েন্টি ম্যাচ।’’ সাফ জানিয়ে দিলেন এই ‘অ্যাসাইনমেন্ট’ শেষ করার পরই হায়দরাবাদ টেস্ট নিয়ে ভাবনা চিন্তা শুরু করবেন। বিশাখাপত্তনমে সেই যে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলেছিলেন, তার পর চোটের জন্য খেলতে পারেননি। প্রায় আড়াই মাস ভারতীয় টেস্ট দলের বাইরে থাকার পর ফের ডাক পেয়েছেন ইরানি কাপের ম্যাচে ডাবল সেঞ্চুরি করে অবশিষ্ট ভারতীয় দলকে প্রায় একা হাতে জেতানোর পর। কিন্তু তাও তিনি টি-টোয়েন্টিতেই মজে। বললেন, ‘‘আমি যখন যেটা খেলি, সেটা নিয়েই ভাবি। টি-টোয়েন্টি শেষ হয়ে যাক। তার পর টেস্ট নিয়ে ভাবব।’’

ইডেনে চলতি জাতীয় টি টোয়েন্টির আঞ্চলিক পর্ব শেষ হচ্ছে রবিবার। তার চার দিন পর থেকেই টেস্ট শুরু হয়ে যাচ্ছে। ক্রিকেটের এই আধুনিক ফর্ম্যাট থেকে সনাতন ফর্ম্যাটে নিজেকে মানিয়ে নেওয়ার কাজটা সোজা না হলেও ঋদ্ধি বলছেন, ‘‘মনে হয় না খুব সমস্যা হবে। মাঝে তিনটে দিন সময় পাচ্ছি। তাতে নিজেকে তৈরি করে নিতে পারব। বেসিকটা একই থাকবে। তফাত শুধু মানসিকতায়। যে বলগুলো টি টোয়েন্টিতে বেশি চিন্তা না করেই উড়িয়ে দিই, সেগুলো টেস্টে শেষ পর্যন্ত দেখে খেলতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Wriddhiman Saha Test
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE