মুম্বই টেস্টেও ঋদ্ধিমান সাহা খেলতে পারবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। শনিবার বেঙ্গালুরুর এনসিএ-তে খবর নিয়ে জানা গেল, ঋদ্ধির বাঁ পায়ে থাই মাসলে চোট সেরে উঠতে সময় লাগবে বলে মনে করছেন সেখানকার বিশেষজ্ঞরা। ওয়াংখেড়েতে তাঁকে দেখা নাও যেতে পারে। হয়তো পার্থিবকে স্টাম্পের পিছনে কিপিং গ্লাভস হাতে দেখা যেতে পারে মুম্বইয়ে। কত দিন সময় লাগবে ঋদ্ধির সেরে উঠতে, সেই ব্যাপারে অবশ্য কিছু জানা যায়নি। ও দিকে আবার কে এল রাহুলেরও চোট। মোহালিতে প্রথম এগারোতেই রাখা গেল না তাঁকে। ঠিক কী চোট তাঁর সেটা অবশ্য গোপনই রাখা হয়েছে এখন পর্যন্ত। তাঁর জায়গায় শিখর ধবন পরের টেস্টে দলে আসতে পারেন।