Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Sports News

ঋদ্ধির ব্যাটে ফের ঝলকানি, ইডেনেই সিরিজ জয়ের আশায় কোহালিরা

সৌরভের পর ইডেনে ফের বাঙালির ব্যাটে আলোর ঝলকানি! সোমবার চতুর্থ ভারতীয় উইকেট কিপার হিসেবে একই টেস্টে জোড়া অর্ধশতরান করলেন ঋদ্ধি।

এ ভাবেই বুক চিতিয়ে লড়লেন ঋদ্ধি। পিটিআইয়ের তোলা ফাইল চিত্র।

এ ভাবেই বুক চিতিয়ে লড়লেন ঋদ্ধি। পিটিআইয়ের তোলা ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৬ ১১:৫৮
Share: Save:

সৌরভের পর ইডেনে ফের বাঙালির ব্যাটে আলোর ঝলকানি! সোমবার চতুর্থ ভারতীয় উইকেট কিপার হিসেবে একই টেস্টে জোড়া অর্ধশতরান করলেন ঋদ্ধি। ধুঁকতে থাকা টিম ইন্ডিয়াকে রবিবার অক্সিজেন যুগিয়েছিল রোহিত শর্মার ব্যাট। আর টানা দু’ইনিংসে হাফ সেঞ্চুরি করে কোহালিদের মজবুত ভিতের উপর দাঁড় করিয়ে দিলেন ঋদ্ধিমান সাহা। অঙ্কটা তাই খুব সোজা! চাই কিউয়িদের ১০ উইকেট! হাতে রয়েছে ৩৭৬ রানের লিড। ইডেনে জিতে টেস্ট র‌্যাঙ্কিংয়ে সেরার মুকুট দখলে এই সোজা অঙ্কটা মাথায় রেখেই এগোচ্ছে কোহালি বাহিনী।

আরও পড়ুন

কানপুরের থেকে এগিয়ে রাখব ইডেনের রোহিতকে

গত কাল অপরাজিত ৩৯ রান করে মাঠ ছেড়েছিলেন তিনি। সঙ্গে ছিল ভুবনেশ্বরের ভরসা। হাতে মাত্র দু’উইকেটের পুঁজি। এ দিন সকাল থেকেই সেই সামান্য পুঁজিতে ভরসা করেই দায়িত্বশীল ইনিংস খেললেন ঋদ্ধি। ভরসা দিলেন ভুবনেশ্বরও। ৫১ বলের মুখোমুখি হয়ে ২৩ রানের মহা মূল্যবান ইনিংসে খেলে দিলেন তিনি। অন্য দিকে, রোহিতের কথা মাথায় রেখেও বলা যায়, ঋদ্ধির এই ইনিংস দীর্ঘদীন মনে রাখবে ইডেন। ১২০ বলের মধ্যে বেশ কয়েকটা গায়ে লেগেছে। অফস্টাম্পের বাইরে পরাস্তও হয়েছেন কয়েক বার। ছ’ঘণ্টা ২৮ মিনিটের ইনিংসে প্রথম ইনিংসের মতো এ বারও অপরাজিত থেকে মাঠ ছাড়লেন তিনি। ইডেন পিচে ইন্ডিয়ার টেস্ট জার্সিতে প্রথম বার নেমে যে ভাবে বুক চিতিয়ে ব্যাট করলেন ঋদ্ধি তাতে বলাই যেতে পারে, আগামী কয়েক বছর অন্তত টেস্টে উইকেটকিপার-ব্যাটসম্যানের অভাবে ভুগবেন না কোহালিরা।

আরও পড়ুন

শরতের রোদে উঁকি দেয় ফেলে আসা ছেলেবেলা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE