ডব্লিউ ডব্লিউ ই বা ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট রেসলিংকে সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে দিতে বদ্ধ পরিকর। সে জন্য বিভিন্ন দেশে নতুন প্রতিভা খুঁজে বেড়াচ্ছে তারা। সেই কাজেই ভারতে এসেছিলেন ডব্লিউ ডব্লিউ ই-র প্রধান ব্র্যান্ড অফিসার ও বিখ্যাত মহিলা রেসলার স্টেফানি ম্যাকম্যাহন।
সম্প্রতি ভারতে এসে তিনি দুই ভারতীয় রেসলারের সঙ্গে ভাঙড়া নেচেছেন। সেই নাচের ভিডিয়ো নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছে ডব্লিউ ডব্লিউ ই। তারপরই নেটিজেনরা মেতেছেন স্টেফানির ভাঙড়া নাচ নিয়ে।
নব্বই দশকের ‘ইস্ক’ সিনেমার জনপ্রিয় গান ‘হামকো তুমসে প্যার হে’ গানে সিংহ ব্রাদার্সদের সঙ্গে নেচেছেন তিনি। নাচের সময় স্টেফানি মাথায় জড়িয়ে নিয়েছিলেন লাল রঙের দুপাট্টা।
Now wouldn’t @StephMcMahon be perfect for a #Bollywood movie? 😉 @SinghBrosWWE pic.twitter.com/o3dhrQJLvq
— WWE India (@WWEIndia) January 29, 2019
চারদিনের ট্যালেন্ট হান্টিং প্রোগ্রামে বেছে নেওয়া হয়েছে প্রতিভাবান কুস্তিবিদদের। এরপর তাঁদের প্রশিক্ষণ হবে আমেরিকার অরল্যান্ডোর ডব্লিউ ডব্লিউ ই পারফরম্যান্স সেন্টারে।
আরও পড়ুন: সব বিভাগেই চরম ব্যর্থ, পরাজয়ের পর স্বীকার করলেন রোহিত
(ক্রিকেটারদের ইন্টারভিউ, ফুটবলারদের ইন্টারভিউ, অ্যাথলিটদের লড়াইয়ের গল্প - ক্রীড়াজগতের সব খবর আমাদেরখেলাবিভাগে।)