মহেন্দ্র সিংহ ধোনি ও যুবরাজ সিংহ। এই দুই ব্যাটসম্যান দীর্ঘদিন ভারতীয় দলের মিডল অর্ডারে ভরসা জুগিয়েছেন। সেই দু’জন কে কেমন, ইনস্টাগ্রাম লাইভ সেশনে জানতে চাওয়া হয়েছিল বর্ষীয়ান ক্রিকেটার ইউসুফ পাঠানের কাছে।
ইরফান পাঠানের দাদা হতাশ করেননি। দিয়েছেন বুদ্ধিদীপ্ত উত্তর। হার্ডহিটার হিসেবে পরিচিত ইউসুফ একটা শব্দ ব্যবহার করেছেন ভারতীয় ক্রিকেটের দুই মহারথীকে বোঝানোর জন্য। তিনি ধোনিকে চিহ্নিত করেছেন ‘ক্লেভার’ হিসেবে। আর যুবরাজকে বলেছেন ‘রকস্টার’। ইউসুফের এই উত্তর বেশ জনপ্রিয় হয়েছে নেটদুনিয়ায়।
করোনাভাইরাসের প্রকোপে খেলার দুনিয়া এখন স্তব্ধ। ফলে, অধিকাংশ ক্রিকেটার ইনস্টাগ্রাম লাইভ সেশনে অংশ নিচ্ছেন। ইউসুফও সেই তালিকায় যোগ দিলেন। তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল শেন ওয়ার্নের নেতৃত্ব নিয়ে। ২০০৮ সালে ওয়ার্নের নেতৃত্বেই প্রথম আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস। সেই দলে ছিলেন ইউসুফ।