Advertisement
২৯ এপ্রিল ২০২৪
India

নতুন রেকর্ডের সামনে যুবরাজ

টিম ইন্ডিয়ার ফাইনালে পা দেওয়ার প্রহর গোনা যখন শুরু করেছে আপামর ভারতবাসী তখন নিঃশব্দে ভারতের হয়ে আরও একটি রেকর্ডের সন্ধিক্ষণে দাঁড়িয়ে যুবরাজ সিংহ।

ছবি: এএফপি

ছবি: এএফপি

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ জুন ২০১৭ ১৯:২৪
Share: Save:

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের লক্ষে বৃহস্পতিবার বার্মিংহামে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে টিম ইন্ডিয়া। টিম ইন্ডিয়ার ফাইনালে পা দেওয়ার প্রহর গোনা যখন শুরু করেছে আপামর ভারতবাসী তখন নিঃশব্দে ভারতের হয়ে আরও একটি রেকর্ডের সন্ধিক্ষণে দাঁড়িয়ে যুবরাজ সিংহ।

আরও পড়ুন: ‘অনুষ্কাকে কথাটা বলার সময় চোখে জল চলে এসেছিল’

বৃহস্পতিবার বার্মিংহামে ভারতের হয়ে ৩০০তম আন্তর্জাতিক একদিনের ম্যাচটি খেলতে নামবেন ভারতকে বিশ্বকাপ এনে দেওয়া এই ক্রিকেটার। পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে ৩০০ ম্যাচ খেলার এই অনন্য কৃতিত্ব অর্জন করতে চলেছেন যুবি। সচিন তেন্ডুলকর(৪৬৩), রাহুল দ্রাবিড়(৩৪০), মহম্মদ আজহারউদ্দিন(৩৩৪), সৌরভ গঙ্গোপাধ্যায়(৩১১)-এর পর এ বার ৩০০-এর ক্লাবে জায়গা করে নেওয়ার পথে যুবরাজ। আইসিসির বিভিন্ন প্রতিযোগিতায় ভারতের হয়ে দর্শনীয় পারফরম্যান্স করেছেন ক্যান্সার জয়ী এই ক্রিকেটার। ২০১১ বিশ্বকাপে যুবরাজের অলরাউন্ড পারফরম্যান্সের উপর ভর করেই দেশের মাঠে বিশ্বকাপ জিতেছিল ধোনির ভারত। টুর্নামেন্টের সেরাও তিনি। শুধু ২০১১ বিশ্বকাপই নয়, ২০০৭ টি২০ বিশ্বকাপেও যুবরাজের পারফর্মেন্স ছিল চোখ ধাঁধানো। এখানেই সেই বিশ্ব বিখ্যাত স্টুর্য়াট ব্রডকে ৬ বলে ৬টি মেরেছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE