মজার মজার সব ভিডিয়ো পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছেন জাতীয় দলের লেগস্পিনার যুজভেন্দ্র চহাল। এ বার উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থের বক্সিং সেশনের ভিডিয়ো পোস্ট করে নেট দুনিয়ায় সাড়া ফেলেছেন তিনি।
চহালের পোস্ট করা ভিডিয়োয় দেখা গিয়েছে, টিম ইন্ডিয়ার স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নিক ওয়েবের সঙ্গে বক্সিংয়ের অনুশীলন সারছেন ঋষভ পন্থ। আর ঠিক পিছনে দাঁড়িয়ে তা নকল করে চলেছেন চহাল। এই ভিডিয়ো পোস্ট করে চহাল লিখেছেন, “পন্থ ভাইয়া, কিউ ঠাক রহে হো।” সঙ্গে দিয়েছেন হাসির ইমোজি। চহালের এই পোস্ট দেখে খোদ পন্থ আবার কমেন্টে হাসির ইমোজি পোস্ট করেছেন। যা সাড়া ফেলেছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।
আরও পড়ুন: ধাপে ধাপে আইপিএল থেকে চিনা স্পনসর সরানো হোক, দাবি নেস ওয়াদিয়ার
আরও পড়ুন: ‘আমাকে আক্রমণ করে, মিথ্যা রটিয়ে, অনেকেই সুবিধা নিয়েছে’
নিউজিল্যান্ডে ভারতের শেষ সফরে এক দিনের আন্তর্জাতিক সিরিজে দুই ম্যাচে ছয় উইকেট নিয়েছিলেন চহাল। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলার প্রস্ততি নিচ্ছিলেন তিনি। কিন্তু করোনাভাইরাসের কারণে খেলার দুনিয়া আপাতত স্তব্ধ। অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গিয়েছে আইপিএল। লকডাউনে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থেকেছেন চহাল। নানা মজার ভিডিয়ো পোস্ট করে নেগাগরিকদের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।