Advertisement
E-Paper

গেলকে ট্রোল করতে গিয়ে নিজেই ট্রোল্ড চহল

মাঠের ভিতরে তাঁর স্পিনে নাস্তানাবুদ হয়েছেন অনেক বাঘা ব্যাটসম্যানই। কিন্তু টুইটারের অচেনা ‘মাঠে’ গেলকে চ্যালেঞ্জ করতে গিয়ে নিজেই ট্রোল্ড হলেন যুজবেন্দ্র চহল।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০১৮ ১২:১৯
যুজবেন্দ্র চাহাল। ছবি: এপি।

যুজবেন্দ্র চাহাল। ছবি: এপি।

মাঠের ভিতরে তাঁর স্পিনে নাস্তানাবুদ হয়েছেন অনেক বাঘা ব্যাটসম্যানই। কিন্তু টুইটারের অচেনা ‘মাঠে’ গেলকে চ্যালেঞ্জ করতে গিয়ে নিজেই ট্রোল্ড হলেন যুজবেন্দ্র চহল।

এই মূহূর্তে বেঙ্গালুরুতে ট্রেনিং সারছেন এই লেগ স্পিনার। শনিবার জিম সেশনের কিছু মুহূর্তের ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন চহল। চহলের পোস্ট করা ভিডিওয় শামসি লেখেন, “হে ঈশ্বর! এটা কী চাহাল না গেল?” কালবিলম্ব না করেই সামসির মন্তব্যের পাল্টা চহল লেখেন, “আমি গেলের থেকে বেশি ওজন তুলতে পারি। এটা আমার ওয়ার্ম আপ সেট মাত্র।”

চহলের এই মন্তব্যের পর আসরে নামেন ক্রিস গেল স্বয়ং। গেল লেখেন, “এটা কী! আমাকে মেরে ফেল।” গেল এবং শামসির পাশাপাশি চাহালের মন্তব্যের পাল্টা দেন ভারতীয় ফিল্ডিং কোচও। তিনি লেখেন, “তোমার ক্ষমতা অনুযায়ী ডাম্বেলের ওজনটা খুবই কম মনে হচ্ছে। আরও কিছু ওজন যোগ করো বন্ধু।”

আরও পড়ুন: সেঞ্চুরিয়ন টেস্টের জন্য তৈরি রাখা হচ্ছে রাহানে-রাহুলকে

আরও পড়ুন: ফিল্যান্ডার-রহস্য ভেদ করাই চ্যালেঞ্জ

A post shared by Yuzvendra Chahal (@yuzi_chahal23) on

চহলকে ট্রোল করতে থাকেন ভারতীয় ফ্যানেরাও। কেউ বলেন, “দেখো, যেন প্রাণটা বেরিয়ে না যায়।” তো কেউ বলেন, “তুমি ঠিকমতো ওজন তুলতে পারছ না।”

Yuzvendra Chahal Bangalore South Africa Tabraiz Shamsi Chris Gayle Cricket Cricketer
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy