Advertisement
২৭ এপ্রিল ২০২৪
New Zealand

রান পেলেন না রুট, দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড ৭ উইকেটে ২৫৮

ররি বার্নস ও ড্যান লরেন্স ভাল ব্যাট না করলে ইংল্যান্ড আড়াইশো রানের গণ্ডিও পেরতো না।

প্রথম দিনের শেষে ভাল  জায়গায় নিউজিল্যান্ড।

প্রথম দিনের শেষে ভাল জায়গায় নিউজিল্যান্ড। ছবি পিটিআই।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১১ জুন ২০২১ ০০:৩৫
Share: Save:

শুরুটা ভাল করেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে কিছুটা পিছনের পায়ে ইংল্যান্ড। প্রথম দিনের শেষে তারা ৭ উইকেটে ২৫৮ রান তুলেছে। ররি বার্নস ও ড্যান লরেন্স ভাল ব্যাট না করলে ইংল্যান্ড আড়াইশো রানের গণ্ডিও পেরতো না।

বার্নস ৮১ রান করেন। লরেন্স ৬৭ রানে অপরাজিত রয়েছেন। বার্নসের ইনিংসে ১০টি চার রয়েছে। লরেন্সের অপরাজিত ইনিংসে ১১টি চার রয়েছে।

টস জিতে ইংল্যান্ড অধিনায়ক জো রুট ব্যাট করার সিদ্ধান্ত নেন। দুই ওপেনার বার্নস ও সিবলি প্রথম উইকেটে ৭২ রান তুলে ফেলেন। কিন্তু এরপরেই ১৩ রানের মধ্যে ইংল্যান্ডের ৩ উইকেট চলে যায়। সবার প্রথম আউট হন সিবলি। তিনি ৩৫ রান করেন। পরের ওভারেই জ্যাক ক্রলিও (০) আউট হন। ইংল্যান্ড এরপর সবথে বড় আঘাতটা পায় অধিনায়ক জো রুট ফিরে যাওয়ায়। রুট ৪ রান করেন। অলি পোপ (১৯), জেমস ব্রেসি (০) রান পাননি। লরেন্সের সঙ্গে উইকেটে রয়েছেন মার্ক উড (অপরাজিত ১৬)।

নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি এবং আজাজ পটেল ২টি করে উইকেট নেন। নিল ওয়াগনার ১টি উইকেট নেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

New Zealand England
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE