Advertisement
০৩ মে ২০২৪
চ্যাম্পিয়ন্স লিগে দুই স্প্যানিশ দৈত্যের চ্যালেঞ্জ

রোনাল্ডোদের ফর্ম হাসি ফেরালেও সতর্ক থাকছেন রিয়াল কোচ

টানা চার ম্যাচ ড্র। তারকা ফুটবলারদের মধ্যে ঝামেলা। জিনেদিন জিদানের চাকরি নিয়ে টানাটানি। চ্যাম্পিয়ন্স লিগজয়ী ক্লাব রিয়াল মাদ্রিদের অবস্থাটা শনিবারের আগে পর্যন্ত ঠিক এ রকমই ছিল। কিন্তু তার পরেই রিয়াল বেতিসের বিরুদ্ধে হাফ ডজন গোল। যা ভঙ্গুর একটা সংসারে নতুন করে আলোর ইন্ধন যুগিয়েছে।

প্র্যাকটিসে রোনাল্ডো। ছবি: টুইটার

প্র্যাকটিসে রোনাল্ডো। ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৬ ০৪:৩৫
Share: Save:

টানা চার ম্যাচ ড্র।

তারকা ফুটবলারদের মধ্যে ঝামেলা।

জিনেদিন জিদানের চাকরি নিয়ে টানাটানি।

চ্যাম্পিয়ন্স লিগজয়ী ক্লাব রিয়াল মাদ্রিদের অবস্থাটা শনিবারের আগে পর্যন্ত ঠিক এ রকমই ছিল।

কিন্তু তার পরেই রিয়াল বেতিসের বিরুদ্ধে হাফ ডজন গোল। যা ভঙ্গুর একটা সংসারে নতুন করে আলোর ইন্ধন যুগিয়েছে। ম্যারমেরে সমস্ত ড্রয়ের জবাবে রোনাল্ডো, ইস্কোরা গোলের মালা পরান বেতিসকে। আর তাতেই রিয়ালে যেন ফিরেছে বসন্ত।

চব্বিশ ঘণ্টা পরেই লেগিয়া ওয়ারস-র বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগে নামছে গত বারের চ্যাম্পিয়নরা। শনিবার রাতের রিয়াল পারফরম্যান্সের কথা ধরলে এটা কোনও চ্যালেঞ্জই নয়। হাসতে হাসতেই জেতা উচিত জিদান-বাহিনীর। কিন্তু কোনও ভাবেই লেগিয়া-কে হাল্কা ভাবে নিচ্ছেন না রিয়ালের ফরাসি কোচ। জিদান বলছেন, ‘‘চারটে ম্যাচ ড্র করার পর আমাদের জয়ে ফিরতেই হত। সেটা হওয়ায় খুব খুশি। এ বার ফর্মটা ধরে রাখতে হবে।’’

হতে পারে লেগিয়া দুর্বল দল। না তাদের কোনও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আছে, যিনি চাইলে পাঁচ মিনিটের মধ্যেই ম্যাচের ছবি পাল্টে দিতে পারেন। না আছে কোনও বেল। যাঁর বিদ্যুৎ গতি আঁটসাঁট সমস্ত রক্ষণও অনায়াসে ভেঙে চুরমার করে দিতে পারে। কিন্তু জিদান নিজেও বিশ্বমানের ফুটবলার ছিলেন। তিনি নিজেও বহু বার ‘আন্ডারডগদের’ বিরুদ্ধে হারের স্বাদ পেয়েছেন। তাই জানেন বিপক্ষকে হাল্কা ভাবে নেওয়া মানে নিজেদের জন্য বিপদ ডেকে আনা। জিদান বলছেন, ‘‘শুরুর থেকেই আমাদের আক্রমণাত্মক খেলতে হবে। আমি চাই বিপক্ষ যাতে কোনও সুযোগ না পায় কিছু করার। লেগিয়া যাতে কোনও অঘটন না ঘটায় সেই চেষ্টা করতে হবে।’’

জিদান যাই বলুন না কেন রিয়াল ড্রেসিংরুম এখনও মহাতারকাদের ঠান্ডা-যুদ্ধে জর্জরিত। ম্যাচের আগে যার রেশ আবার টের পাওয়া গেল। গ্যারেথ বেলকে জিজ্ঞেস করা হয়, রিয়াল ট্রেনিংয়ে কোন ফুটবলার নিজের সর্বস্ব উজাড় করে দেয়। সবার ধারণা ছিল নিশ্চয়ই রোনাল্ডোর নামই নেবেন ওয়েলশ উইজার্ড। কিন্তু সবাইকে চমকে বেল বাছেন লুকা মদ্রিচ-কে। ‘‘রিয়াল অনুশীলনে সবচেয়ে দায়বদ্ধ ফুটবলার লুকা মদ্রিচ। ও অনুশীলনেও সব সময় নিজের সেরাটা দেয়। এই কারণেই এত ধারাবাহিক।’’

রিয়ালের সমস্যার দ্বিতীয় কারণ সেন্টার ফরোয়ার্ড। করিম বেঞ্জিমা আর আলভারো মোরাতা। দুই বিশ্বমানের স্ট্রাইকার ধারাবাহিক ভাবে গোল করাটা যেন ভুলেই গিয়েছেন। যদিও জিদান মনে করছেন, স্ট্রাইকাররা এ রকম কঠিন সময়ের মধ্যে দিয়ে যায়। ধৈর্য রাখতে হয়। ‘‘বেঞ্জিমা চোটের সমস্যায় ভুগেছে। ওকে টানা কয়েকটা ম্যাচ খেলতে হবে ফর্মে ফিরতে। মোরাতাও খুব খাটছে। ওকে আমি বলেছি সুযোগ ঠিক আসবে। শুধু লক্ষ্যটা ঠিক রাখতে হবে,’’ বলছেন জিদান।

ম্যাচের আগে অবশ্য রিয়াল সমর্থকদের স্বস্তি দিয়ে অনুশীলনে ফিরেছেন হামেস রদ্রিগেজ। জিদান আশাবাদী, লেগিয়ার বিরুদ্ধে কলম্বিয়ার ‘পোস্টার বয়কে’ হয়তো দলে রাখতে পারবেন। জিদান বলছেন, ‘‘হামেসের কোনও সমস্যা নেই। ও ঠিক হয়ে গিয়েছে। ট্রেনিংয়ের পরে ফ্রি-কিকও মারল কয়েকটা।’’

রিয়াল ছাড়াও মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে নামছে লেস্টার সিটি। প্রিমিয়ার লিগে একটার পর একটা ধাক্কা খেয়ে চলেছে লেস্টার। কিন্তু ইউরোপে ছবিটা সম্পূর্ণ আলাদা। ক্লাবের ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ খেলা লেস্টার প্রথম দু’ম্যাচে দুটো জয় পেয়েছে। এখনও একটাও গোল খায়নি। মঙ্গলবার লেস্টারের সামনে কোপেনহ্যাগেন। যার আগে দলের মাঝমাঠ তারকা মার্ক অলব্রাইটন বলছেন, ‘‘আমাদের আরও লড়াই করতে হবে। গত বছর আমরা প্রিমিয়ার লিগ জিতেছি। সেই ফর্মটা দেখাতে হবে। মনে হচ্ছে আমরা লড়াই করতে ভুলে গিয়েছি। সেটা শুধরোতে হবে। গত বছর আমাদের মধ্যে একাত্মতা ছিল। এ বার সেটা ফিরিয়ে আনতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cristiano Ronaldo Real Madrid Zinedine Zidane
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE