নেমার দা সিলভা স্যান্টোস জুনিয়র, এদিনসন কাভানি ও কিলিয়ান এমবাপে সমৃদ্ধ প্যারিস সাঁ জারমাঁ-র আক্রমণ ভাগ বিপক্ষে। ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবাউয়ে আজ, মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ ‘এ’-র এই ম্যাচের আগে সমর্থকদের ধৈর্য ধরতে বললেন রিয়াল মাদ্রিদ ম্যানেজার জ়িনেদিন জ়িদান।
গত কয়েক ম্যাচে রিয়াল মাদ্রিদ সমর্থকদের রোষের শিকার হয়েছিলেন গ্যারেথ বেল। কিন্তু পিএসজি-র বিরুদ্ধে এই ম্যাচের আগে জ়িদান বললেন, ‘‘সমর্থকদের ধৈর্য ধরতে হবে। ওঁদের কাছে অনুরোধ, বেলকে অযথা বিরক্ত করবেন না।’’ যোগ করেছেন, ‘‘বেলকে নিয়ে অকারণে গুঞ্জন ওঠে। ও আমাদের দলের হয়ে ভাল ফুটবল উপহার দিতে চায়। আশা করি, বাকি মরসুমে এই সমস্যায় আর পড়তে হবে না।’’ গ্যারেথ বেলের পাশের দাঁড়িয়েছেন দলের গোলরক্ষক থিকো কুর্তুয়াও। তাঁর কথায়, ‘‘বেল দলের প্রতি ১০০ শতাংশ দায়বদ্ধ। রিয়ালকে জেতাতেই মাঠে নিজেকে নিংড়ে দেয় ও।’’
প্যারিসে গিয়ে এই ম্যাচটা করিম বেঞ্জেমারা হেরে এসেছিলেন ০-৩। গ্রুপ ‘এ’-তে চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পিএসজি। অন্য দিকে, চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে রিয়ালকে তাদের ঘরের মাঠে হারাতে পারলেই গ্রুপ শীর্ষে থেকে পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত হবে পিএসজির।