Advertisement
০৬ মে ২০২৪

অনির্বাণ, গগনজিতের জয়ে ড্র করল এশিয়া

একেই বোধহয় বলে ওস্তাদের মার শেষ রাতে! গল্ফের প্রথম ইউরোপ বনাম এশিয়া যুদ্ধে শেষ দিনে নিজেদের সেরাটা বের করে ইউরোপের সঙ্গে নাটকীয় ড্র করল এশিয়া। দুরন্ত ঘুরে দাঁড়ানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের অনির্বাণ লাহিড়ী এবং গগনজিৎ ভুল্লারের। শেষ দিনের সিঙ্গলস যুদ্ধে ইউরোপের উদীয়মান তারকা, বিশ্বের ৬৬ নম্বর থরবিয়র্ন ওলসেনকে ৪ এবং ৩ স্কোরে হারালেন গগনজিৎ।

সংবাদ সংস্থা
কুয়ালা লামপুর শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৪ ০৩:৪৫
Share: Save:

একেই বোধহয় বলে ওস্তাদের মার শেষ রাতে!

গল্ফের প্রথম ইউরোপ বনাম এশিয়া যুদ্ধে শেষ দিনে নিজেদের সেরাটা বের করে ইউরোপের সঙ্গে নাটকীয় ড্র করল এশিয়া। দুরন্ত ঘুরে দাঁড়ানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের অনির্বাণ লাহিড়ী এবং গগনজিৎ ভুল্লারের। শেষ দিনের সিঙ্গলস যুদ্ধে ইউরোপের উদীয়মান তারকা, বিশ্বের ৬৬ নম্বর থরবিয়র্ন ওলসেনকে ৪ এবং ৩ স্কোরে হারালেন গগনজিৎ। অনির্বাণ ২ এবং ১ হারালেন বিশ্বের ২৩ নম্বর ভিক্টর ডুবুইসনকে। যুক্তরাষ্ট্রের মেদিনায় ২০১২ রাইডার কাপে এ ভাবেই আমেরিকার সঙ্গে ড্র করে ইউরোপ। ১৮ হোল-এর সামনে তেরঙ্গা গায়ে দাঁড়িয়ে থাকা অনির্বাণ বলে দিলেন, “মালয়েশিয়ার মাটিতে ওদের মেদিনার স্বাদ চাখালাম। পাল্টা দিতে পেরে দারুণ লাগছে।” গগনজিৎ যোগ করেন, “একটা সময় লোকে বলত, এশিয়ার আবার ট্যুর আছে? এখন তারাই মানছে গল্ফের নতুন সুপারস্টাররা এশিয়ারই হবে।” প্রথম দিন এশিয়া পিছিয়ে পড়ে ০-৫। শুক্রবার জুটির খেলায় বাংলাদেশের সিদ্দিকুর রহমানের সঙ্গে অনির্বাণের জুটি জিতলেও নিকোলাস ফুং-গগনজিৎ হারেন। এশিয়া শেষ করে ৩-৭। এ দিনের সিঙ্গলস তাই এশীয় গল্ফারদের মর্যাদার লড়াই ছিল। যাতে ৬টি ম্যাচ জিতে এবং দু’টি আধ পয়েন্ট নিয়ে এশিয়া জিতল ৭-৩। তিন দিনের স্কোর মিলিয়ে প্রথম ইউরেশিয়া কাপ ড্র ১০-১০।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

anirban kualalampur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE