Advertisement
২২ মে ২০২৪
বিশ্বকাপের আগে কোচ বনাম ফুটবলার

অবসরের ভাবনা ক্ষুব্ধ নাসরির মোরিনহো বোকা, বললেন এটো

ম্যাঞ্চেস্টার সিটির হয়ে দুর্দান্ত মরসুম কাটালেও ফ্রান্সের ৩০ জনের প্রাথমিক দলে জায়গা পাননি সমীর নাসরি। যার পরেই টুইটারে বান্ধবীর অভব্য আচরণ থেকে জাতীয় দলের কোচ দিদিয়ের দেঁশর কটাক্ষ, সব কিছুই সহ্য করতে হয়েছে তাঁকে। সেই যন্ত্রণায় আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ভাবতে শুরু করেছেন নাসরি। মাত্র ছাব্বিশ বছরর বয়সেই ফ্রান্সের হয়ে খেলার ব্যাপারে প্রশ্নচিহ্ন ঝুলিয়ে রেখে দিলেন ম্যাঞ্চেস্টার সিটির তারকা।

বিতর্কের কেন্দ্রে। এটো ও নাসরি

বিতর্কের কেন্দ্রে। এটো ও নাসরি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ মে ২০১৪ ০৩:১৯
Share: Save:

ম্যাঞ্চেস্টার সিটির হয়ে দুর্দান্ত মরসুম কাটালেও ফ্রান্সের ৩০ জনের প্রাথমিক দলে জায়গা পাননি সমীর নাসরি। যার পরেই টুইটারে বান্ধবীর অভব্য আচরণ থেকে জাতীয় দলের কোচ দিদিয়ের দেঁশর কটাক্ষ, সব কিছুই সহ্য করতে হয়েছে তাঁকে। সেই যন্ত্রণায় আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ভাবতে শুরু করেছেন নাসরি। মাত্র ছাব্বিশ বছরর বয়সেই ফ্রান্সের হয়ে খেলার ব্যাপারে প্রশ্নচিহ্ন ঝুলিয়ে রেখে দিলেন ম্যাঞ্চেস্টার সিটির তারকা।

রেমন্ড ডমিনিক কোচ থাকার সময়েও ২০১০ বিশ্বকাপ দলে উপেক্ষিত হয়েছিলেন নাসরি। দিদিয়ের দেঁশর সময়েও ভাগ্যের চাকা ঘুরল না নাসরির। হতাশ ম্যান সিটি তারকা বলেন, “খুব খারাপ লাগছে মেনে নিতে যে আবার বিশ্বকাপে খেলতে পারব না। কিছু সময় চাই ভাবার জন্য যে দেশের হয়ে খেলার ব্যাপারে আমি কী সিদ্ধান্ত নেব। কারণ এই নিয়ে দু’বার আমার থেকে বিশ্বকাপে খেলার সুযোগ ছিনিয়ে নেওয়া হল।”

ভাল ফর্মে ক্লাব মরসুম শেষ করলেও শৃঙ্খলাভঙ্গকেই কারণ হিসেবে দেখিয়ে নাসরিকে বাদ দেওয়া হয়েছে বিশ্বকাপ দল থেকে। দেশঁ বলেন, “নাসরিকে বাদ দিতে বাধ্য হয়েছি কারণ ও রিজার্ভ বেঞ্চে বসে থাকতে রাজি নয়।” দেশঁর দিকে আঙুল তুলে আবার নাসরি বলেন যে কোচ তাঁর ফোনও ধরতেন না। “দু’তিন মাস আগের থেকে জানতাম বিশ্বকাপ খেলতে পারব না। কোচ তো আমার ফোনই ধরতেন না। আপনারা যে কোনও ফুটবলারকে জিজ্ঞেস করুন যে কেউ রিজার্ভ বেঞ্চে বসে থাকতে রাজি আছে কি না। সবাই বলবে না।” পাশাপাশি টুইটারে ফ্রান্স এবং দেশঁর বিরুদ্ধে অশ্লীল মন্তব্য করে চব্বিশ ঘণ্টার মধ্যেই ক্ষমা চাইলেন নাসরির বান্ধবী আনারা অ্যাটানিস। বলেন, “ক্ষমা চাইছি যদি আমার মন্তব্য ফ্রান্সের কারও খারাপ লেগে থাকে। আমার টুইট দেশের বিরুদ্ধে ছিল না।” নাসরিকে বাদ দেওয়া ভুল সিদ্ধান্ত ছিল, সেই কথা জানালেন ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী দলের সদস্য প্যাট্রিক ভিয়েরা। বর্তমানে ম্যান সিটির রিজার্ভ দলের কোচ ভিয়েরা বলেন, “ফ্রান্সের হয়ে আমি নাসরির সঙ্গে খেলেছি। ম্যাঞ্চেস্টার সিটিতেও ওর সঙ্গে কাজ করছি এখন। আমার তো কোনওদিন মনে হয়নি নাসরি শৃঙ্খলাভঙ্গ করার মতো ফুটবলার।” সঙ্গে দেশঁর বিরুদ্ধে তীব্র তোপ দেগে ভিয়েরা আরও যোগ করেন, “বিশ্বকাপ জিততে হলে প্রতিটা ভাল প্রতিভাকে দলে নিতে হয়। এই মরসুমে ম্যান সিটির হয়ে দুর্দান্ত খেলেছে নাসরি। ও দায়িত্ব নিতে জানে। দলের চাপও সামলাতে পারে।”

বিতর্কের তালিকায় শুধু নাসরি নন। আছে তাঁর ক্লাব ম্যাঞ্চেস্টার সিটিও। ইংলিশ প্রিমিয়ার লিগ জিতে আবু ধাবিতে গিয়েছে ম্যান সিটি। প্রদর্শনী ম্যাচ খেলতে। যে সিদ্ধান্তে চটেছেন ইংল্যান্ড কোচ রয় হজসন। কারণ, ইংল্যান্ডের জো হার্ট ও জেমস মিলনার বিশ্বকাপের আগে প্রয়োজনীয় বিশ্রাম পাবেন না। সঙ্গে আছে আবার চোট পাওয়ার আশঙ্কাও। তবে হজসনের পক্ষে স্বস্তির খবর হল, প্রদর্শনী ম্যাচে প্রথম একাদশে রাখা হয়নি দুই বিশ্বকাপারকে।

কোচ বনাম ফুটবলার লড়াইটা শুধু ফ্রান্সেই আটকে নেই। ক্যামেরুনের ৩০ জনের দলে সুযোগ পেয়ে আবার হোসে মোরিনহোকে কটাক্ষ করলেন চেলসি স্ট্রাইকার স্যামুয়েল এটো। চলতি মরসুমে এটোর বয়স নিয়ে প্রশ্ন তুলেছিলেন মোরিনহো। বলেছিলেন, “এটো তো বলে যে ওর ৩২। কিন্তু ৩৫ হতে পারে। কে জানে ওর আসল বয়স কী।” জবাবে ব্রাজিল বিশ্বকাপের টিকিট কেটে ‘দ্য স্পেশ্যাল ওয়ানের’ বিরুদ্ধে তোপ দেগে এটো বলেন, “আমার বয়স ৩৩। একজন বোকা মানুষ আমায় বুড়ো বলেছিল। কিন্তু সেই বুড়ো ফুটবলারটাই দলের অনেকের থেকে ভাল খেলেছে। আমার ক্ষমতা আছে আরও দুটো বিশ্বকাপ খেলার।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

fifa world cup
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE